আমাদের কথা খুঁজে নিন

   

ফিঞ্চই অস্ট্রেলিয়ার ভরসা

অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যারোন ফিঞ্চের অভিষেক হয়েছে চলতি বছরের শুরুর দিকে। কিন্তু কিছুতেই অস্ট্রেলিয়া দলে সুবিধা করতে পারছিলেন না তিনি। ব্যাটিংয়ে ছিল না তেমন ধার। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচে সুযোগ পেয়েই যেন নতুন রূপে দেখা দিলেন অসি এই ক্রিকেটার। প্রথম ম্যাচেই সৃষ্টি করলেন ইতিহাস। মাত্র ৬৩ বলে খেললেন ১৫৬ রানের সাইক্লোন ইনিংস। স্কটল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচেও ১৪৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন। অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার জায়গায় দলে সুযোগ পেয়েই যেন আন্তর্জাতিক ক্রিকেট পুনরুত্থান ঘটেছে তার। আজ ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে ফিঞ্চই অস্ট্রেলিয়ার প্রধান ভরসা। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। কোনো বলই মাঠে গড়ায়নি। আজকের দ্বিতীয় ওয়ানডেটি হবে ম্যানচেস্টারে। এই ম্যাচে জয় ছাড়া কিছু ভাবছেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। অসি দলপতির প্রধান ভরসা অ্যারোন ফিঞ্চ। ক্লার্ক বলেন, 'সত্যিই সে দুর্দান্ত ব্যাটিং করছে। আশা এ ম্যাচেও তার ধারাবাহিকতা বজায় থাকবে। অ্যাশেজ নিয়ে আর ভাবছি না। এখন অন্তুত ওয়ানডে সিরিজটি জিততে চাই।' অ্যারোন ফিঞ্চও ব্যাটিং ধারাবাহিকতা রক্ষা করার ব্যাপারে দৃঢ়প্রত্যয়ী।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.