নিজের চেতনা, নিজের ভাবনা ছড়িয়ে দিতে চাই আপনার মাঝে..
আরবী ’ইসলাম’ শব্দের আক্ষরিক অর্থ ’আত্মসমর্পণ’;বাংলা একাডেমীর ব্যবহারিক বাংলা অভিধানে (৮ম পুনর্মুদ্রণ: জানুয়ারী ২০০৭) ’আত্মসমর্পণ’ শব্দের অর্থ দেওয়া আছে- ১) আপনাকে অন্যের হাতে সম্পুর্ণরুপে ছেড়ে দেওয়া। ২) অস্ত্রাদি ত্যাগ করে বিপক্ষের হাতে বিপক্ষের অধীনতা বা বশ্যতা স্বীকার করা। ’ইসলাম’ শব্দের সম্প্রসারিত অর্থ হলো এক আল্লাহ্ এর সার্বভৌমত্বের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং তাঁর আদেশ ও নিষেধ অক্ষরে অক্ষরে পালন করার মাধ্যমে নিজেকে তাঁর নিকট পরিপূর্ণরুপে সমর্পণ করা।
আমাদের সমাজে একটা ভুল ধারণা প্রচলিত আছে যে ইসলাম মানে শান্তি। এইখানে একটা কথা এসে যায় যে ইসলাম মানে যদি শান্তি হয় এবং সেই শান্তি যদি “আশিকি ২” অথবা “ইয়ে জাওয়ানি হে দিওয়ানি” এর গান শুনেই পাওয়া যায় তাহলে নামাজ পড়ার দরকার কি? যাকাত দেওয়ারই বা দরকার কি? আর পর্দা করার তো প্রশ্নই আসেনা।
একদিকে আল্লাহ্ তাআ’লা ১১৪টি সূরার, ৬৬৬৬ আয়াতের কুরআন তাঁর রসূল মুহম্মদ ﷺ এর কাছে পাঠিয়েছেন এবং তাতে আদেশ-নিষেধ, সতর্ক করেছেন আবার তিনি যে ধর্ম পালন করতে বলেছেন তার নাম ’ইসলাম’ যার অর্থ ’শান্তি” যা কুরআনের বিধিমালা না মেনেই পাওয়া যাচ্ছে। ব্যাপারটা কেমন বেখাপপা ঠেকছেনা?
আমরা একে অপরকে যে সালাম দেই, এই আরবী ‘সালাম’ শব্দের অর্থ ’শান্তি’;আরবী ব্যাকরণের নিয়মানুসারে তিনটি অথবা চারটি শব্দমূল থেকে শব্দসমূহ উৎপত্তি হয়। একটু মনোযোগ সহকারে খেয়াল করলেই দেখবেন ’ইসলাম’ এবং ’সালাম’ শব্দের মধ্যে “স-ল-ম” কমন আছে যার আরবী ভার্সন “সীন-লাম-মীম”;এই শব্দমূল থেকে আরও কয়েকটি শব্দ ডিরাইভ করা যায় যেমন-
সালীম – নিরাপদ, মুক্ত, সঠিক, সুস্থ, অটুট
ইসতাসলামা – আত্মসমর্পণ করা (ক্রিয়াপদ)
তাসলীম – হস্তান্তর, প্রদান, সম্মতি
মুসাল্লাম – অনুমোদিত, স্বীকৃত, ত্রুটিমুক্ত, নিখুঁত
’ইসলাম’ এবং ’সালাম’ শব্দের শব্দমূল এতই হলেও এদের অর্থ ভিন্ন যেমনভাবে উপরের শব্দগুলোর অর্থ আলাদা। একমাত্র এক আল্লহ্ এর বিধান পরিপূর্ণরুপে পালন করলে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ‘শান্তি’ আসবে এই অর্থে ইসলামকে শান্তির ধর্ম বলা হয়। কিন্তু ’শান্তি’ ইসলাম শব্দের আক্ষরিক অর্থ নয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।