আমাদের কথা খুঁজে নিন

   

কাব্য কথনঃ প্রিয়তা তোমার জন্যে


প্রিয়তা , একটা শব্দের জন্যে কান্না তুমি বুঝতে পারবেনা , আমি লেখক না হতে পারি,কবি না হতে পারি, কিন্তু নিজের অনুভূতিতো জানাতে জানি । প্রিয়তা, আমার বুকভরা ভালোবাসা বুঝার হয়ত ক্ষমতা হয়নি তোমার , তবু আমি বলবো আকাশটা দেখো তুমি , তুমি জোছনা দেখলে আমার চোখে ভালোবাসার আলোকছটা খেলে যাবে । প্রিয়তা, তোমার চোখজুড়ে ছুটা স্বপ্নের মাঝে কি আমি আসিনা ? তোমার হৈমন্তী পড়া গল্পের কি নায়ক হতে পারিনা আমি ? প্রিয়তা, তোমার অনেকগুলো ‘ না ’ আমার কাছে তীক্ষ্ণ তলোয়ারের আঘাতের মতন বিঁধে , তবুওতো আমি বৃষ্টিতে ভেজা ছাড়িনি, অপেক্ষা করতে ছাড়িনি তোমার অপেক্ষায় । প্রিয়তা, এভাবে একটা বড় দীর্ঘশ্বাসের জন্যে আমার জীবন দিয়ে যেওনা ; যদি পারো, তবে নিজের হাতে খুন করে যেও আমার রক্তমাংসের দেহটা ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।