সোমবার বিকেল সাড়ে ৫টায় তার সভাপতিত্বে নবম সংসদের অষ্টাদশ অধিবেশন শুরু হয়। টানা ৮৩ কার্যদিবস অনুপস্থিতির পর বিরোধী দলের সাংসদরাও এদিন অধিবেশনে ফেরেন।
এই অধিবেশনেই আগামী বৃহস্পতিবার মহাজোট সরকারের শেষ বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে চলমান রাজনৈতিক বিরোধের মধ্যে সংসদের দায়িত্ব নেয়া স্পিকার অধিবেশনের স্বাগত বক্তব্যে আলোচনার মাধ্যমেই মতভিন্নতা নিরসনের ওপর জোর দেন।
তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রে আলোচনার মাধ্যমেই গ্রহণযোগ্য সমাধান আসতে পারে।
“আমি বিশ্বাস করি আলোচনার মাধ্যমে যে কোনো রাজনৈতিক সংকট ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্যের গ্রহণযোগ্য সমাধান আমরা বের করতে পারি। ”
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবি নিয়ে আন্দোলন চালিয়ে আসছে বিএনপি নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোট। অন্যদিকে সংবিধানের মধ্যে থেকে নির্বাচন অনুষ্ঠানে অনড় সরকার, যেখানে তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাওয়ার সুযোগ নেই।
এ পরিস্থিতিতে সংসদের কার্যক্রম পরিচালনার সূচনায় নতুন স্পিকার বলেন, “জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে মতপার্থক্য ও ভিন্নতা আলোচনার মধ্য দিয়েই নিরসন সম্ভব। ”
জাতীয় সংসদকে কার্যকর করা `সাংবিধানিক দায়িত্ব' উল্লেখ করে শিরীন শারমিন বলেন, “স্পিকার হিসেবে এই দায়িত্ব আমি আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পালনের জন্য সচেষ্ট থাকব।
”
এ সময় সংসদে বিরোধী দলের উপস্থিতি প্রত্যাশা করে স্পিকার বলেন, “বিরোধী দলের অব্যাহত উপস্থিতি, গঠনমূলক সমালোচনা, সংসদ অধিবেশনের কার্যক্রমে অংশগ্রহণ সংসদকে প্রাণবন্ত ও অধিক কার্যকর করে তুলবে। ”
“তোমার পতাকা যারে দাও/তারে বহিবারে দাও শক্তি” রবীন্দনাথ ঠাকুরের এই পংক্তি দিয়ে বক্তব্য শেষ করেন দেশের স্পিকারের দায়িত্ব নেয়া প্রথম নারী।
তার স্বাগত বক্তৃতার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেইন মোহাম্মদ এরশাদ, রওশন এরশাদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রধান রাশেদ খান মেননসহ ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা অধিবেশনে উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষ হওয়ার পরপরই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে বিরোধী দলীয় সাংসদরা অধিবেশনে যোগ দেন।
খালেদা জিয়া সংসদে ছিলেন ৫১ মিনিট।
মাগরিবের বিরতিতে বেরিয়ে তিনি আর ফেরেননি।
আর বিএনপির অপর সাংসাদরা অধিবেশন শুরুর দুই ঘণ্টার মাথায় সভা সমাবেশে ‘নিষেধাজ্ঞার’ প্রতিবাদে ওয়াক আউট করেন।
সভাপতিমণ্ডলি
স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রথম দিন এই অধিবেশনের সভাপতিমণ্ডলি মনোনীত করেন।
সংসদের এ অধিবেশনে সভাপতিমণ্ডলির সদস্য মনোনীত হয়েছেন- ফজলে রাব্বি মিয়া, এবিএম গোলাম মোস্তফা, মুজিবুল হক চুন্নু, জাফরুল ইসলাম চৌধুরী ও বেগম ফরিদা রহমান।
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলির সদস্যদের মধ্যে তালিকায় থাকা অগ্রবর্তীজন অধিবেশনে সভাপতিত্ব করবেন।
এরপর স্পিকার প্রয়াত কয়েকজন সংসদ সদস্য, বিশিষ্ট ব্যক্তি এবং গত ২৪ এপ্রিল সাভারের ভবন ধস ও ঘূর্ণিঝড় মহাসেনসহ বিভিন্ন দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোকপ্রস্তাব উত্থাপন করেন।
পরে নিহতদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।