আমাদের কথা খুঁজে নিন

   

গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র

ঢাকায় ব্যস্ত সময় কাটাচ্ছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। সফরের দ্বিতীয় দিন গতকাল তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া, জামায়াতে ইসলামী, ড. মুহাম্মদ ইউনূস ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। প্রতিটি বৈঠকে বার্তা দিয়েছেন, বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচনই দেখতে চায় যুক্তরাষ্ট্র এবং সে জন্য সব দলের অংশগ্রহণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ ছাড়াও নিজ দেশে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধার বিষয়টি নিয়ে বিজিএমইএ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গেও আলাদা বৈঠক করেছেন নিশা দেশাই। শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের মাধ্যমে গতকাল দিন শুরু করেন নিশা দেশাই।

মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজেনার বাসায় অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী ওই বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও গ্রামীণ ব্যাংকের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ড. ইউনূসের কাছে জানতে চান নিশা। বৈঠক শেষে ড. ইউনূস সাংবাদিকদের বলেন, গ্রামীণ ব্যাংক, সামাজিক ব্যবসা, বাংলাদেশের চলমান রাজনীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে নিশার সঙ্গে আলোচনা হয়েছে। এ ছাড়া আমি আগামী বছরের এপ্রিল মাসে মিয়ানমার সফরের যাচ্ছি, সে বিষয়টি সম্পর্কেও তিনি জানতে চেয়েছেন। সীমান্ত চোরাচালানরোধ, রোহিঙ্গা সমস্যার মোকাবিলা প্রশ্নে আমি আমার করণীয় সম্পর্কে তাকে জানিয়েছি। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা বলেন, ব্যাংকটির একজন ভক্ত হিসেবে এর বর্তমান পরিস্থিতি নিয়ে নিশা আমার কাছে জানতে চেয়েছেন।

পত্রপত্রিকায় যেভাবে বিষয়টি এসেছে আমি তা তাকে জানিয়েছি। সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী আমার কাছে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জানতে চান। আমি রাজনীতি নিয়ে ইতিপূর্বে গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছি, তা তার কাছে তুলে ধরেছি। তবে ওই বৈঠকে রাজনৈতিক সংলাপের বিষয়টি আলোচিত হয়নি বলে জানান ড. ইউনূস। নিশা দেশাই বলেছেন, আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের যথেষ্ট অগ্রগতি হয়েছে।

এ অগ্রযাত্রা যাতে ব্যাহত না হয়, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। আমি তাকে বলেছি, আমরা কেবল অর্জন ধরে রাখা নয়, এটাকে কীভাবে আরও বাড়িয়ে দেওয়া যায় সে বিষয়টিও চাই।

এরপর আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির (বিসিডবি্লউএস) সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন নিশা দেশাই। পরে রাজধানীর ওয়েস্টিন হোটেলে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর দেওয়া একটি মধ্যাহ্নভোজে অংশ নেন তিনি। বিজিএমইএর সঙ্গে বৈঠক শেষে নিশা বিসওয়াল সাংবাদিকদের কাছে শ্রমমান উন্নয়নের ওপর বিশেষভাবে জোর দেন।

তিনি বলেন, এখনই উপযুক্ত সময় শ্রমিক, মালিক, সরকার ও সুশীল সমাজের একসঙ্গে এ বিষয়ে কাজ করার। দুপুরের কিছুক্ষণের বিশ্রাম শেষে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন নিশা। রাষ্ট্রদূত মোজেনার বাসভবনে এ বৈঠকে জামায়াতের তিন নেতা অংশ নেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। নিশা দেশাই বিকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎ অনুষ্ঠান সম্পর্কে প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব বিজন লাল দেব সাংবাদিকদের জানান, বৈঠকে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রীও তাকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন। প্রধানমন্ত্রী তাকে বলেছেন, বিরোধী দলসহ সব রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশ নেবে বলে তিনি আশা করছেন। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। পরে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার গুলশান বাসভবনে বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন নিশা দেশাই বিসওয়াল। ঘণ্টাব্যাপী এ বৈঠকে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহউদ্দিন আহমেদ।

বৈঠক সূত্রে জানা যায়, নিশা দেশাই বিসওয়াল বলেছেন, তার দেশ বাংলাদেশে স্থিতিশীল রাজনৈতিক অবস্থার পাশাপাশি সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। তবে কিছুতেই সহিংসতা দেখতে চায় না তারা। রাতে বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধিদের সম্মানে একটি নৈশভোজের আয়োজনে করে যুক্তরাষ্ট্র দূতাবাস। সেখানে সুশীল সমাজ ও গণমাধ্যমের সিনিয়র প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন নিশা দেশাই বিসওয়াল। সফরের শেষ দিন আজ সোমবার সকালে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর সঙ্গে বৈঠক করবেন নিশা দেশাই।

এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি। সেখানে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক নেতৃত্ব দেবেন। দুপুরে সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মধ্যাহ্নভোজ সভায় শ্রমসচিব মিকাইল শিপার ও বাণিজ্য সচিব মাহবুব আহমেদের সঙ্গে দেখা করবেন। পরে তিনি পর্যায়ক্রমে বাণিজ্যমন্ত্রী জি এম কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বিকাল সাড়ে ৪টায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠক করে রাতেই ঢাকা থেকে দিলি্ল যাওয়ার কথা রয়েছে তার। তবে এর আগে সফরের সামগ্রিক বিষয় নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হবেন মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.