২০ ওভার শেষে দলীয় সংগ্রহ ৫৮। টেস্ট ব্যাটিংয়ের জন্য নিঃসন্দেহে আদর্শ স্কোর। ঝড়ঝঞ্ঝাকবলিত সময়ে ওয়ানডেতেও মেনে নেওয়া যেতে পারে। তাই বলে টি-২০-তে? ওভারপ্রতি তিনের নিচে রান রেট এখন ওয়ানডে ক্রিকেটেও পরিতাজ্য। অথচ গতকাল টি-২০ বিশ্বকাপ দেখল এমন শ্লথ ব্যাটিংয়ের প্রদর্শনী। নিশ্চয়ই জানার ইচ্ছা জাগছে কারা এমন 'কৃতিত্ব' দেখাল?
শুনে হতাশ হবেন, মন খারাপও হবে হয়তো- দলটির নাম বাংলাদেশ। গতকাল সিলেট স্টেডিয়ামে প্রমীলা বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ২০ ওভার শেষে সাকল্যে ৫৮টি রান সংগ্রহ করেন বাংলাদেশের মেয়েরা। হাতে ১ উইকেট রেখে।
বিশ্বকাপ শুরুর আগেই বাংলাদেশ অধিনায়ক সালমা দলের ব্যাটিং নিয়ে শঙ্কার কথা জানিয়েছিলেন। টাইগার দলনেত্রীর কথায়ই ফুটে উঠেছিল দলের ব্যাটিং দুর্বলতার চিত্র। প্রমীলা টি-২০ বিশ্বকাপের নবীন দল বাংলাদেশের দুর্বলতা থাকতেই পারে, তাই বলে এমন জঘন্য ব্যাটিং! ইংল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান সি এম এডওয়ার্ডসের ব্যক্তিগত রানের সমান রানও করতে পারেননি বাংলাদেশের সব ব্যাটসম্যান মিলে।
এর আগে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড ১৩৮ রানের টার্গেট ছুড়ে দেয় বাংলাদেশকে। বাংলাদেশের সালমাবাহিনী শুরুতেই হোঁচট খায় শামীমা সুলতানার উইকেট হারিয়ে। ২.২ ওভারে দলীয় ৭ রানের মাথায় স্লোবসোলের বলে গ্রিনওয়েলের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন শামীমা সুলতানা। এরপর বাংলাদেশ শিবিরের জন্য মূর্তিমান আতঙ্ক হয়ে ওঠেন ডি হ্যাজেল ও এন আর স্কিবার। হ্যাজেল ৪ ওভারে ৪ রান ও স্কিবার ৪ ওভারে ১০ রান দিয়ে ৩টি করে উইকেট নেন। এর মধ্যে হ্যাজেলের ৪ ওভারের একটিতে কোনো রানই নিতে পারেননি বাংলাদেশি ব্যাটসম্যানরা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৬ রান করেন অপরাজিত থাকা ফাহিমা খাতুন। এ ছাড়া আয়শা রহমান ও লতা মণ্ডল প্রত্যেকে করেন ১০ রান করে। বাকি ব্যাটসম্যানদের কেউই ২ রানের কোঠায় পেঁৗছাতে পারেননি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।