ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, দেশ ক্রমেই সংঘাতের দিকে যাচ্ছে। সবশেষে বিরোধী দলের নেতা রাষ্ট্রপতির শরণাপন্ন হয়ে জাতীয় সংকট নিরসনে প্রস্তাব দিয়েছেন। দেশবাসী আসা করেছিল রাষ্ট্রপতি শেষ উদ্যোগ নিয়ে জাতীয় সংকট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। কিন্তু দেশের দুর্দিনে রাষ্ট্রপতিও অভিভাবকের দায়িত্ব পালন করতে পারলেন না। গতকাল এক বিবৃতিতে পীর আরও বলেন, জাতীয় সংকট নিরসন করে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে। জাতীয় সংকট নিরসন করতে ব্যর্থ হলে দায়ভার সরকারকেই নিতে হবে।
দেশের বৃহত্তর জনমতের প্রতি কোনো প্রকার তোয়াক্কা না করে এককভাবেই নির্বাচনের উদ্যোগ নিলে আজীবন সরকারকে মাশুল গুনতে হবে। ৪২ বছরের জঞ্জালমুক্ত করে সমৃদ্ধশালী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দেশপ্রেমিক ইমানদার ও ধার্মিক জনতাকে এগিয়ে আসতে হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।