জীবন নামের অন্তবিহীন পথে যতই হাটছি, ততই অবাক হচ্ছি, এতো দিন শুধু জানতাম, রাজনীতিতেই হিংসা প্রতি-হিংসার আখড়া, কিন্তু না! সর্বত্র-ই বয়ে চলছে একই ধারা, ভাবতাম আর যাই হোক সংস্কৃতি মনা মানুষ গুলো অন্য রকম, তাদের মনে কোন অহংকার হিংসা বিদ্বেষ নেই, কারন সংস্কৃতি এ গুলো শিখায় না, আমার সে ধারনা নিত্যান্তই ভুল ধারনা, এখানেও দেখি রাজনীতির মত খ্যাতি অর্জনে প্রতিযোগীতার খেলা, তাই কেউ কারো দিকে হাত বাড়ায় না, যদি তার জন প্রিয়টা কমে যায়! বাউলের আখড়াতেও হিংসা ঢুকেছে, তাই আজ বিশ্বাসের ঘোর কেটে গিয়ে মনে হচ্ছে, সত্যি-ই আমরা ধ্বংসের মুখো-মুখি দারিয়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।