বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড (বেফাক) মহাসচিব আল্লামা শেখ মুহাম্মাদ আবদুল জব্বার জাহানাবাদী বলেছেন, কওমি মাদ্রাসার সঙ্গে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই। গতকাল এক বিবৃতিতে তিনি এ দাবি করে আরও বলেন, এদেশের কোনো আলেম-ওলামা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে আদৌ জড়িত নন। তিনি বলেন, ইসলাম শান্তি ও নিরাপত্তার ধর্ম। সমগ্র বিশ্বে কল্যাণ প্রতিষ্ঠাই ইসলামের মূল প্রতিপাদ্য বিষয়। আর সে লক্ষ্য অর্জনেই দেশব্যাপী মাদ্রাসা শিক্ষা তথা কওমি মাদ্রাসাগুলো কাজ করে আসছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।