এবার একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন অমিত হাসান ও সাগর। তারা অভিনয় করছেন 'মনের মধ্যে লেখা' শিরোনামের একটি চলচ্চিত্রে। এতে নায়কের চরিত্রে থাকছেন সাগর। আর এক সময়ের নায়ক অমিত কাজ করছেন খলনায়ক হিসেবে। চলচ্চিত্রটি পরিচালনা করছেন মাহামুদ হোসেন মুরাদ। রবিবার জেকের সংগীত পরিচালনায় পড়শী ও জেকের কণ্ঠে গান রেকর্ডিংয়ের মাধ্যমে এ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত হয়। সোমবার থেকে উত্তরায় চলচ্চিত্রটির শুটিং শুরু হয়েছে। এতে সুপার হিরো সাগরের বিপরীতে আছেন সুপার হিরোইন শম্পা। সাগর বলেন, মেরিনা মুভিজের মতো খ্যাতনামা একটি প্রযোজনা সংস্থার ব্যানারে বিশাল বাজেটের চলচ্চিত্রে কাজ করতে পেরে সত্যিই আনন্দিত। অমিত হাসানের মতো একজন দক্ষ অভিনেতার সঙ্গে কাজ করছি এটাও বাড়তি পাওনা। তাছাড়া জুটি হিসেবে শম্পা তো রয়েছেই। প্রত্যাশা করছি চমৎকার একটি চলচ্চিত্র হবে 'মনের মধ্যে লেখা'। এদিকে সাগর-শম্পা জুটির 'লাভ ইউ প্রিয়া' এবং 'এঙ্কিউজ মি' চলচ্চিত্র দুটি এখন মুক্তির মিছিলে রয়েছে। এদিকে এ জুটি অভিনীত আরেকটি চলচ্চিত্র 'ওয়ান ওয়ে রোড'-এর নির্মাণ কাজ এখন শেষের পথে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।