আমাদের কথা খুঁজে নিন

   

অবরোধের ছোবল

লাগাতার অবরোধ সাধারণ মানুষের জীবন-জীবিকায় নেতিবাচক প্রতিক্রিয়া ফেলছে। পণ্যের বাজারেও পড়ছে অবরোধের কালো থাবা। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় রাজধানীতে প্রায় প্রতিটি নিত্যপণ্যের দাম বাড়ছে। শীত মৌসুমে সবজির দাম নিম্নমুখী হওয়ার কথা থাকলেও প্রতিটি সবজির দাম এখন ঊধর্্বমুখী। গত বছরের একই সময়ের চেয়ে দাম গড়ে দ্বিগুণ অথবা তার চেয়ে বেশি। রাজধানীর দেড় কোটি মানুষ সবজিসহ নিত্যপণ্য কিনতে গিয়ে দিশাহারা অবস্থায় পড়লেও এই বাড়তি মূল্যের সুফল পেঁৗছাচ্ছে না কৃষকের হাতে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় উৎপাদক এলাকায় কৃষিপণ্যের বাজার একেবারে মন্দা। বহু ক্ষেত্রেই সবজি বিক্রি করে উৎপাদন খরচ উঠানো দায় হয়ে পড়ছে। শুধু সবজি নয়, ফুল চাষিরা অবরোধের কারণে পড়েছেন মহাসংকটে। দেশে উৎপাদিত ফুলের সিংহ ভাগ বিক্রি হয় রাজধানীতে। এর একাংশ বিদেশে রপ্তানি হয়। অবরোধের কারণে রাজধানীতে ফুল পাঠানো একেবারে বন্ধ। ফুল চাষিদের প্রতিদিন গড়ে ১৫ লাখ টাকার ক্ষতি হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে তাদের মুখ থুবড়ে পড়তে হবে। একের পর এক হরতালের পর টানা তিন দিনের অবরোধে চাল, তেলসহ নিত্যপণ্যের দামে ঊধর্্বমুখী প্রবণতা শুরু হয়েছে। একদিকে মানুষের আয় নেই অন্যদিকে মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে। বিরোধী দলের হরতাল ও অবরোধ সরকারকে কতটা কাবু করতে পারছে তা সংশয়ের ঊধের্্ব নয়। কারণ লাগাতার আন্দোলন সত্ত্বেও সরকার তাদের রোডম্যাপ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর। বিরোধী দলকে নির্বাচনে নেওয়ার জন্য বচন থাকলেও কোনো কার্যকর উদ্যোগ নেই। দেখে শুনে মনে হচ্ছে, বিরোধী দলকে বাইরে রেখেই সরকারি দল নির্বাচনে যেতে আগ্রহী। তবে এই হরতাল-অবরোধ জনগণকে জব্দ করার ক্ষেত্রে শতভাগ সফল হয়েছে। অথচ জনগণ কোনোভাবেই কারোর প্রতিপক্ষ নয়। বরং দেশবাসী চায় সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগের অধিকার যেন সমুন্নত থাকে। দেশ এদিক থেকে যেন কোনোভাবেই নব্বই-পূরবর্তী সময়ে ফিরে না যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.