আমাদের কথা খুঁজে নিন

   

জিতেই চলেছে বার্সেলোনা

দিন কয়েক আগে এল ক্লাসিকো জিতে তৃপ্তির ঢেঁকুর তুলছে বার্সেলোনা। এই আবেশ থেকে এখনো বের হতে পারেনি কাতালানরা। এর মধ্যে সেল্টা ভিগোর মতো প্রতিপক্ষ বার্সেলোনার মুখোমুখি হয়ে বলির পাঁঠা হবে, এত জানা কথা। হলোও ঠিক তাই। গত মঙ্গলবার রাতে সেল্টা ভিগোর মাঠ থেকে ৩-০ গোলের জয় নিয়ে ন্যু-ক্যাম্পে ফিরেছেন মেসিরা। জয়ের নায়ক অবশ্য মেসি কিংবা নেইমার নন, সেস ফ্যাব্রিগাস।

লা লিগার গতিপথ মৌসুমের শুরু থেকে একদিকেই এগিয়ে চলেছে। ১১ ম্যাচ পরও এর দিকের কোনো পরিবর্তন হয়নি। গত মঙ্গলবার বার্সেলোনার জয় আরও একবার ভক্তদের নিশ্চয়তা উপহার দিল! ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে কাতালানরা শীর্ষে। লা লিগায় ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ দ্বিতীয় এবং ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ তৃতীয় স্থানে রয়েছে। এ দূরত্বটা যে সহজে ঘুচবার নয়, তা রিয়াল কোচ কার্লো আনসেলত্তির ভালোই জানা আছে। তারপরও বার্সার আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনো সতর্কতার খাতিরে বলে চলেছেন, লা লিগায় প্রধান প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদই। অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে রিয়ালের পাঁচ পয়েন্টের ব্যবধান রয়েছে। এ ব্যবধান ঘুচানোই অসম্ভব হয়ে পড়বে লস ব্ল্যাঙ্কোসদের! ভবিষ্যতের কথা কে বলতে পারে! তবে মেসি-নেইমারদের পাশাপাশি নতুন ইতিহাস লিখে চলেছেন সানচেজ-ফ্যাব্রিগাসরাও। সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচের ৯ মিনিটে সানচেজ এবং ৫৪ মিনিটে ফ্যাব্রিগাস গোল করেন। ৪৮ মিনিটে আত্দঘাতী গোল করেন ভিগোর জুয়েল। গত মঙ্গলবার নেইমার মাঠেই নামেননি। মেসি নামলেও একটা গোল করানো ছাড়া তেমন কোনো দায়িত্ব পালন করেননি। তবে ভিগোর দর্শকরা তার ফুটবল জাদু দেখে মুগ্ধ হয়েছেন। এল ক্লাসিকোতে কোনো গোলের দেখা পাননি মেসি। গত মঙ্গলবারও পেলেন না। এদিকে মেসি-রোনালদোর গোল-খরায় এগিয়ে চলেছেন দিয়েগো কস্তা। অ্যাটলেটিকোর এই ব্রাজিলিয়ান বংশোদ্ভূত তারকা মেসি-রোনালদোর ৮ গোলের বিপরীতে করেছেন ১১ গোল!

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.