আমাদের কথা খুঁজে নিন

   

সহিংসতার জবাব ভোটে: নাসিম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের এই মুখপাত্র বলেন, “বিএনপিসহ ১৮ দলীয় জোট যেভাবে সহিংসতার নামে গাড়িতে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে হত্যা করছে, তার জবাব দেশের জনগণ আগামী সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমেই দিবে। ”
শনিবার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এই বৈঠক অনুষ্ঠিত হয়।
রুহুল কবির রিজভীর গ্রেপ্তার প্রসঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আইন মেনেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিরোধী দলের নেতাদের ইন্ধনে যে গাড়ি ভাঙচুর, জ্বালাও পোড়াও করা হচ্ছে এটা তাদের বক্তব্য থেকেই প্রমাণিত হয়েছে। ”
বিরোধীদলের সহিংস কর্মকান্ডকে রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই সংঘাত আর মেনে নেয়া যায় না।

আপনারা এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, এদের ধংসাত্মক কর্মকাণ্ডকে প্রতিহত করুন। ”
শনিবার ভোরে রিজভীকে শাহবাগে বাসে আগুন দেয়ার মামলায় গ্রেপ্তার করা হয়।
নাসিম বলেন, “বিরোধী দলকে স্পষ্ট করে বলে দিতে চাই, সমাধান চাইলে গণতন্ত্রের পথেই তা করতে হবে। সহিংসতা করে, গণতন্ত্রকে ধংস করে সমাধান হবে না। আগামী নির্বাচন সাংবিধানিক পন্থায় হবে।


এই নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারো নেই বলেও হুঁশিয়ার করেন তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.