বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিঙে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “নির্বাচনে বিরোধী নেতা-কর্মীদের হত্যা-গ্রেপ্তার, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, ভোট কেন্দ্র দখলসহ ক্ষমতাসীনরা দেদারসে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এর উদ্দেশ্য ভোটাররা যাতে ভোটকেন্দ্রে আসতে না পারে, সেজন্য ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করা। ”
এর পরিণতি শুভ হবে না মন্তব্য করে তিনি বলেন, “পঞ্চম দফা নির্বাচন আগামী ৩১ মার্চ। এরপর জনগণকে সঙ্গে নিয়ে এর সমুচিত জবাব দেয়া হবে। ”
উপজেলা নির্বাচনের প্রথম তিনটি পর্বে পিছিয়ে থাকা ক্ষমতাসীন আওয়ামী লীগ চতুর্থ পর্বে এসে বিএনপিকে ছাড়িয়ে যায়।
চার পর্ব মিলিয়ে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যানের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৭ জন। আর বিএনপি নেতারা চেয়ারম্যান হয়েছেন ১৫০ উপজেলায়।
গত রোববার চতুর্থ দফায় ‘ভোট ডাকাতি করে জনরায় ছিনিয়ে নেয়া হয়েছে’ অভিযোগ করে বৃহস্পতিবার সারাদেশে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করে বিএনপি।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে রিজভী অভিযোগ করেন, কিশোরগঞ্জের অষ্টগ্রাম, পাবনার বেড়া, ফেনীর ছাগলনাইয়া, ময়মনসিংহের গফরগাঁও, গাজীপুরের কালিগঞ্জে উপজেলা নির্বাচন সামনে রেখে বিএনপি সমর্থিত প্রার্থী ও কর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা, গ্রেপ্তারসহ নির্বাচনী প্রচারে বাধা দেয়া হচ্ছে।
“ঢালাওভাবে দমনপীড়নের মোকাবিলায় একমাত্র অস্ত্র হচ্ছে সংগঠিত জনগণের সম্মিলিত বুলন্দ আওয়াজ।
এই নিপিড়ক, ফ্যাসিস্ট অবৈধ সরকার যদি হত্যা, গুম বন্ধ না করে তাহলে গুপ্তঘাতক চক্রান্তকারীদের উচ্ছেদ করতে দুর্বার আন্দোলনের মাধ্যমে ঐতিহাসিক প্রতিশোধ গ্রহণ করবে জাতীয়তাবাদী শক্তি। ”
রিজভীর দাবি, প্রথম ও দ্বিতীয় দফা নির্বাচনে ক্ষমতাসীনদের ‘ভয়ংকর নগ্ন সহিংসতার’ পরও বিএনপি এগিয়ে থাকায় সরকার তাল হারিয়ে ফেলে। এ কারণে পরবর্তী দফার নির্বাচনগুলোতে তারা ‘নজিরবিহীন ভোট ডাকাতি ও বহুরৈখিক সন্ত্রাস ও সহিংসতা’ চালায়।
“আর তা আড়াল করতেই সরকারের উপদেষ্টা ও মন্ত্রীরা একঘেয়ে, ক্লান্তিকর, বস্তাপচা কুৎসা, নির্জলা মিথ্যা ও জঘন্য বিকৃতিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে। ”
স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বোমা বিস্ফোরণে ছাত্রদল নেতা সুজন নিহত হওয়ার ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করে দায়ীদের গ্রেপ্তার দাবি করেন রিজভী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।