মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি সমর্থক ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংর্ঘষে এক ছাত্র গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদপত্র আল-আহরাম গতকাল এ তথ্য জানিয়েছে।
বুধবার দিনের শেষ ভাগে মিসরীয় নিরাপত্তা বাহিনী আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অভিযান চালায়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে বিক্ষুব্ধরা গাছে আগুন লাগিয়ে দিলে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে তাদের বিরত থাকার আহ্বান জানানো হয়। কিন্তু নিষেধ উপেক্ষা করে ছাত্ররা তাদের বিক্ষোভ অব্যাহত রাখে। এ সময় এক ছাত্র মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ সময় আরও পাঁচ ছাত্রকে গ্রেফতার করা হয়। ছাত্ররা ক্যাম্পাসের দেয়ালের ভেতরে থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর ইট-পাটকেল ছুড়ে মারে। মুরসির মুসলিম ব্রাদারহুডের সমর্থকরা ধারাবাহিকভাবে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। এএফপি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।