আমাদের কথা খুঁজে নিন

   

জিতেছেন শেখ হাসিনা, হেরেছেন এরশাদ

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জিতেছেন। হেরেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও তার ভাই জিএম কাদের। রংপুর-৬ আসনে স্বতন্ত্র প্রার্থীর বিপরীতে জয়ী হয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ লালমনিরহাট-১ ও তার ভাই জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের লালমনিরহাট-৩ আসনে পরাজিত হয়েছেন। আওয়ামী লীগ প্রার্থী সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন ১ লাখ ৭৯ হাজার ২৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর এরশাদ পেয়েছেন ৭ হাজার ৮২৭ ভোট। অন্যদিকে বাণিজ্যমন্ত্রী এরশাদের ছোট ভাই জিএম কাদের লালমনিরহাট-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার আবু সাঈদের কাছে পরাজিত হয়েছেন। আবু সাঈদ পেয়েছেন ৪১ হাজার ৬২২ ভোট। আর জিএম কাদের পেয়েছেন ৫ হাজার ৫২৫ ভোট। লালমনিরহাটে পরাজিত হলেও রংপুর-৩ আসনে বিজয়ের পথে রয়েছেন এরশাদ। উল্লেখ্য, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রংপুর-৩, লালমনিরহাট-১ ও ঢাকা-১৭ আসনে এরশাদ এবং লালমনিরহাট-৩ আসনে জিএম কাদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন। কিন্তু আইনি জটিলতায় এরশাদের ঢাকা-১৭ আসন ছাড়া কোনোটিই প্রত্যাহার হয়নি। তবে তারা কেউই নির্বাচনী এলাকায় যাননি। ঢাকায় অবস্থান করেছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.