আমাদের কথা খুঁজে নিন

   

সাঁথিয়ায় কারখানা ব্যবস্থাপককে প্রকাশ্যে

পাবনার সাঁথিয়ায় কারখানা ব্যবস্থাপককে দিনদুপুরে কুপিয়ে হত্যা করেছে চরমপন্থিরা। মেহেরপুর, কুমিল্লায় গৃহবধূ ও খুলনায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এছাড়া চুয়াডাঙ্গায় তরুণী ও রাজশাহীতে ওষুধ বিক্রেতার লাশ উদ্ধার করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

পাবনার সাঁথিয়ায় গতকাল দিনদুপুরে ইয়াকুব আলী রাজাকে কুপিয়ে হত্যা করেছে চরমপন্থিরা। ইয়াকুব উপজেলার আলোকদিয়া গ্রামের রোকন উদ্দিনের ছেলে ও মহব্বত বিড়ি কারখানার ব্যবস্থাপক। পুলিশ জানায়, সকালে রাজাবাড়ী থেকে মোটরসাইকেলে নুরদহ গ্রামে বিড়ি কারখানায় যাচ্ছিলেন ইয়াকুব। পথে ৭/৮ জন চরমপন্থি তার পথরোধ করে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। খুলনা ও কুমিল্লায় পিটিয়ে হত্যা : রূপসা উপজেলার বাগমারা গ্রামে ইয়াসিন মোল্লাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার পাথরঘাটা গ্রামের একটি বাগান থেকে গতকাল তার লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ শনিবার রাতে ৬/৭ যুবক ইয়াসিনকে বাড়ির সামনে থেকে ডেকে নেওয়ার পর আর বাড়ি ফেরেনি। এদিকে মহানগরীর বয়রার দাশপাড়া এলাকায় তরুণী জেসমিন আক্তারের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া কুমিল্লার দাউদকান্দির সরকারপুর গ্রামে জমির বিরোধ নিয়ে গৃহবধূ শারমিন আক্তারকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঢাকার একটি হাসপাতালে গতকাল তার মৃত্যু হয়। এ ব্যাপারে দাউদকান্দি থানায় মামলা হয়েছে। শ্বাসরোধে খুন : মেহেরপুরের গাংনীর পলাশীপাড়ায় গৃহবধূ পারভীন আক্তারকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকদের বিরুদ্ধে। ঘটনার পর থেকে শ্বশুর বাড়ির লোকজন পলাতক। পলাশী পাড়ার ভোগল আলীর স্ত্রী পারভীনকে গতকাল অজ্ঞান অবস্থায় উদ্ধার করে প্রতিবেশীরা গাংনী স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজশাহী চুয়াডাঙ্গায় লাশ উদ্ধার : রাজশাহীর পবা উপজেলার দেবেরপাড়া থেকে গতকাল ওষুধ কোম্পানির প্রতিনিধি হুমায়ন করিমের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে তাকে অন্য কোথাও হত্যার পর লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এদিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অজ্ঞাত পরিচয় এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার বণ্ডবিল গ্রামের একটি আমবাগান থেকে গতকাল গাছে ফাঁস দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.