একতাই শক্তি। এ শক্তি অর্জনে প্রয়োজন যথাযোগ্য নেতৃত্ব। যে কাজ একা করা সম্ভব নয় ঐক্যবদ্ধ প্রয়াসে সেটা বাস্তবায়ন সহজতর হয়। যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উন্মতদের ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিয়েছেন। সাংগঠনিক শৃঙ্খলায় অভ্যস্ত হওয়ার ব্যাপারেও উৎসাহিত করেছেন। এমনকি সফরকালেও যদি একাধিক ব্যক্তি থাকে তবে তাদের কাউকে নেতৃত্বের দায়িত্বে দিয়ে ঐক্যবদ্ধভাবে চলার তাগিদ দিয়েছেন আল্লাহর রাসূল। হজরত আবু সাঈদ আল-খুদরি (রা.) থেকে বর্ণিত- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একসঙ্গে তিন ব্যক্তি সফরে থাকলে তাদের এক ব্যক্তিকে যেন তারা তাদের নেতা বানিয়ে নেয়। (আবু দাউদ থেকে মিশকাতে)। আরেক হাদিসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই ধরনের নির্দেশনা দিয়েছেন। হজরত আবদুল্লাহ ইবনে আসর (রা.) সূত্রে বর্ণিত- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো জঙ্গলে তিন ব্যক্তি অবস্থান করে তখনো তাদের একজনকে নেতা নিযুক্ত করা তাদের কর্তব্য। (ইমাম আহমাদের মুসনাদে)।
ইসলামে ইবাদতের ক্ষেত্রে যেমন দলবদ্ধতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, তেমনি জীবনের প্রতিটি ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকার বিষয়ে উৎসাহিত করা হয়েছে। পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে দলবদ্ধভাবে বসবাসের তাগিদ দেওয়া হয়েছে। দলবদ্ধভাবে বসবাস বাড়তি নিরাপত্তার নিশ্চয়তা দেয়। আত্দরক্ষার ক্ষেত্রেও তা নিয়ামক হয়ে দেখা দেয়। হজরত আবু দারদা (রা.) থেকে বর্ণিত- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো নির্জন প্রান্তরে অথবা জনপদে তিনজন লোকও যদি বসবাস করে এবং যদি (জামাতবদ্ধভাবে) নামাজ আদায় করার ব্যবস্থা না করে তবে তাদের ওপর শয়তান অবশ্যই প্রভুত্ব ও আধিপত্য বিস্তার করে। অতএব, তুমি অবশ্যই দলবদ্ধ হয়ে থাকবে। কেননা নেকড়ে বাঘ পাল থেকে বিচ্ছিন্ন ছাগল-ভেড়াকেই শিকার করে (মুসনাদে আহমাদ, আবু দাউদ ও নামাঈ থেকে মিশকাতে)।
উপরোক্ত হাদিসে ঐক্যবদ্ধ থাকার সুফলকে অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। নিজেদের অপশক্তির ষড়যন্ত্র থেকে নিরাপদ রাখতে হলে ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নেই। ঐক্যবদ্ধতার কারণেই ইসলাম বিশ্ব শক্তিতে পরিণত হয়েছিল। ইসলামের বিজয় কেতন সারা দুনিয়ায় উড্ডীন হয়েছে। সে চেতনাকে ধারণ করা আমাদের অবশ্য কর্তব্য।
লেখক : ইসলামী গবেষক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।