সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষককে শিবির ক্যাডাররা অপহরণ করে হত্যার চেষ্টা চালিয়েছে। এ ঘটনায় গতকাল পুলিশ ওই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ও শিবির ক্যাডারকে আটক করেছে। অপহরণের ঘটনায় গত বুধবার রাতে ওই শিক্ষক সিলেট কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর রাতে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক মো. আসাদুজ্জামান খানকে অপহরণ করে একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিবির ক্যাডার কামরুল ও তানিম। অপহরণের পর তাকে কুপিয়ে গুরুতর আহত করে সিলেট নগরীর সোবহানীঘাটের ইবনেসিনা হাসপাতালের একটি কক্ষে আটকে রাখে। গত বুধবার রাতে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে কোতোয়ালি থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। গতকাল অভিযান চালিয়ে পুলিশ তানিমকে আটক করে। এদিকে প্রভাষক আসাদুজ্জামানকে অপহরণ ও হত্যা চেষ্টার ঘটনায় গতকাল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষক ও কর্মকর্তারা। সমাবেশে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সুশান্ত কুমার দাস, অধ্যাপক শেখ দীন মুহাম্মদ, অধ্যাপক সৈয়দ ময়িজুর রহমান, ড. খন্দকার মমিনুল হক, জওহরলাল দাস, কামরুল হাসান, মাহবুব ইবনে সিরাজ, হুমায়ুন কবির, জনসংযোগ কর্মকর্তা তারেক উদ্দিন তাজ প্রমুখ। সিলেট কোতোয়ালি থানার ওসি (তদন্ত) নারায়ণ দত্ত জানান, শিক্ষকের অভিযোগের পরিপ্রেক্ষিতে একজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে। সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সুশান্ত কুমার দাস বলেন, শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছাত্ররা ন্যক্কারজনক এ ঘটনা ঘটিয়েছে। তারা ওই শিক্ষককে অপহরণ করে হত্যার চেষ্টা চালিয়েছিল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।