আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযোদ্ধা-ব্রাদার্স মুখোমুখি আজ

ওয়ালটন ফেডারেশন কাপ ফুটবলে তৃতীয় কোয়ার্টার ফাইনাল আজ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল পাঁচটায় মুক্তিযোদ্ধা কেসি ও ব্রাদার্স ইউনিয়ন মুখোমুখি হবে। গ্রুপপর্ব লড়াইয়ে মুক্তিযোদ্ধা দুই ম্যাচে চট্টগ্রাম আবাহনী ও ফেবারিট শেখ রাসেলকে পরাজিত করে। অন্যদিকে ব্রাদার্স প্রথম ম্যাচে পুলিশের বিপক্ষে জয় পেলেও পরে টিম বিজেএমসির কাছে হেরে যায়। শক্তির বিচারে আজকের ম্যাচে মুক্তিযোদ্ধাকে ফেবারিটই বলা যায়। চলতি মৌসুমে ব্রাদার্স এবার নবীন খেলোয়াড়দের নিয়ে দল গড়েছে। তবে মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিক বলেন, শক্তি যাই হোক না কেন দুই দলের লড়াই বরাবরই উপভোগ্য হয়। ১৯৯৪ সালে কাগজে কলমে সেরা দল গড়ার পরও সেবার লিগের প্রথম পর্বে ব্রাদার্সের কাছে মুক্তিযোদ্ধা হেরে যায়। সে কারণে সেমিতে উঠতে হলে পুরো দলকেই ভালো খেলতে হবে। অন্যদিকে ব্রাদার্সেরও লক্ষ্য জয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.