বিশিষ্ট আইনজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, একতরফা নির্বাচনের যে রেলগাড়িটা চলছে, জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত অস্কার ফারনান্দেজ তারানকোকে সেটা থামানোর জন্য বলেছি।
রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্য নিয়ে তারানকো ঢাকা সফরের তৃতীয় দিনে গতকাল বেলা আড়াইটার দিকে নাগরিক সমাজের চার প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেন। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠকে গণফোরাম সভাপতি ড. কামাল ছাড়াও সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার অংশ নেন। তারানকোর সঙ্গে বৈঠকে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে নির্বাচন পেছানোর ওপর জোর দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। প্রায় এক ঘণ্টা বৈঠক শেষে ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, 'সংঘাত-সহিংসতা আমরা কেউই চাই না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।