আমাদের কথা খুঁজে নিন

   

অস্ত্রবিরতি লঙ্ঘন, সীমান্তে গুলি

ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি চলছেই। অস্ত্রবিরতি সত্ত্বেও গত ১০ দিনে ১৮ বার লঙ্ঘন করা হয়েছে। কারগিলের পর মেন্ধার, হামিরপুর সীমান্তে গুলি চালিয়েছে পাকিস্তানি সেনারা। এতে সীমান্তে উত্তেজনা আরও বেড়েছে। গত ১৪ বছরে কারগিল অঞ্চলে এ প্রথম অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। কারগিলে গুলি চালানোর কয়েক ঘণ্টা পর মেন্ধার ও হামিরপুর সীমান্ত বরাবর গুলি চালায় সেনারা। সীমান্ত এলাকায় গত ১০ দিনে এ নিয়ে ১৮ বার চুক্তি লঙ্ঘিত হয়েছে। এ পরিস্থিতিতে ইসলামাবাদের সঙ্গে আলোচনায় যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে ভারত। এদিকে পুঞ্চে পাকিস্তানি সেনার হাতে ভারতীয় জওয়ান হত্যাকাণ্ডের পর ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠছে নিয়ন্ত্রণরেখা। ১৯৯৯ সালের কারগিল যুদ্ধের পর এই প্রথম ফের সীমান্তের ওপার থেকে গুলি চালানো হলো। যদিও এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভারত-পাকিস্তান সীমান্ত বরাবর বিভিন্ন এলাকায় প্রতিদিনই হামলা-পাল্টা হামলা চলছে। চলছে গুলি, মর্টার, রকেট শেল। এরই মধ্যে কুপওয়ারা জেলায় পাকিস্তানি সেনা অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছে ভারতীয় সেনারা। নিহত হয়েছে চারজন জঙ্গি। উদ্ধার করা হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র। এ অবস্থায় পাকিস্তানের সঙ্গে এখনই আলোচনার সম্ভাবনা খারিজ করে দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ। জিনিউজ

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.