আমাদের কথা খুঁজে নিন

   

মস্কোর মেয়র হলেন পুতিনের অনুগত

ক্রেমলিন সমর্থিত প্রার্থী সের্গেই সোবইয়ানিন মস্কোর মেয়র নির্বাচিত হয়েছেন। রাশিয়ার নির্বাচন কমিশন গতকাল মস্কোর নতুন মেয়র হিসেবে সোবইয়ানিনের নাম ঘোষণা করেছে। রবিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সোবইয়ানিন শতকরা ৫১ দশমিক ৩ ভাগ ভোট পেয়ে দ্বিতীয় দফা নির্বাচনের হাত থেকে উতরে গেছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এলেং নাভালনি ২৭ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছেন। নাভালনি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে ফের ভোটগ্রহণের দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, তাকে 'উদ্দেশ্যমূলকভাবে হারানো' হয়েছে। তিনি বলেন, দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ভোট তিনি পেয়েছেন। এএফপি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.