বেনাপোলসহ শার্শা উপজেলার কোনো পেট্রল পাম্পে তেল না থাকায় পরিবহন ও কৃষি খাত হুমকির মুখে। অবরোধের কারণে এসব পাম্পে পেট্রল, ডিজেল আনতে পারছে না। তবে স্থানীয় কৃষক ও ড্রাইভাররা বলছেন, তেলের কৃত্রিম সঙ্কট সৃষ্টি করা হচ্ছে। জানা যায়, শার্শা উপজেলায় মিলন অ্যান্ড ব্রাদার্স, বেনাপোল ফিলিং স্টেশন, শাহজালাল ফিলিং স্টেশন, তনিমা ফিলিং স্টেশন, হক ফিলিং স্টেশন, নাভারণ ফিলিং স্টেশনসহ ৭টি পেট্রল পাম্প আছে। পাম্প মালিকরা তেল কিনলেও বিরোধী দলের ডাকা একের পর এক অবরোধে খুলনা থেকে তেলের ট্রাক আসতে পারছেন না। ড্রাইভার ও কৃষকদের দাবি পাম্প কর্তৃপক্ষ তেলের সংকট সৃষ্টি করে রেখেছে। বেনাপোল কাগজপুকুর শাহজালাল পেট্রল পাম্পের ম্যানেজার মুস্তাক হোসেন জানান, টানা ৭/৮ দিন তাদের পাম্পে ডিজেল, পেট্রল ও অকটেন কিছুই নেই। বাস, ট্রাক, নসিমন, করিমন আলমসাধু ও এলাকার কৃষকরা তেলের জন্য পাম্পে এসে চাপ সৃষ্টি করছে। বেনাপোল ভবেরবেড় গ্রামের কৃষক জালাল উদ্দিন জানান, পাম্পে ডিজেল না থাকায় শ্যালো মেশিন চালাতে পারছি না। শ্যালো মেশিন চালাতে না পারায় মাঠে ইরি, বোরো ধানের বীজতলা তৈরি করতে পারছি না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।