আমাদের কথা খুঁজে নিন

   

রওশনের নির্বাচনে যাওয়ার বিষয় জানেন না রুহুল

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেছেন, রওশন এরশাদের নেতৃত্বে দলের একটি অংশ নির্বাচনে যাচ্ছে কি না, সে সম্পর্কে তিনি কিছু জানেন না।
আজ বৃহস্পতিবার জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদের বারিধারার বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন রুহুল আমিন হাওলাদার।
সাংবাদিকেরা জাপার মহাসচিবের কাছে জানতে চান, মহাজোট জাতীয় পার্টির জন্য ৬০টি আসন ছেড়ে দিচ্ছে। এ অবস্থায় দলটি নির্বাচনে যাচ্ছে কি না?
রুহুল আমিন হাওলাদার বলেন, পার্টির চেয়ারম্যান আগেই তাঁর অবস্থানের কথা জানিয়েছেন। সে অবস্থান থেকে তিনি সরে আসেননি।


এরশাদ বলেছিলেন, ২০০ আসনে দিলেও নির্বাচনে যাবেন না তিনি।
রওশন এরশাদের নেতৃত্বে জাপার একটি অংশ নির্বাচনে যাচ্ছে বলে যে কথা শোনা যাচ্ছে, তা গণমাধ্যমের সূত্রে জানতে পেরেছেন বলে দাবি করেন রুহুল আমিন হাওলাদার। তিনি বলেন, কালকের মধ্যে বিষয়টি পরিষ্কার হবে।
কাল ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রুহুল আমিন হাওলাদারকে বেশ বিমর্ষ দেখাচ্ছিল।


এদিকে ঢাকা-১৭ আসনে এরশাদের মনোনয়নপত্র প্রত্যাহারের চিঠি ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা আজ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন রুহুল আমিন হাওলাদার।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.