আমাদের কথা খুঁজে নিন

   

রওশনের বাসায় মন্ত্রী এমপি এরশাদের কাছে বঞ্চিতরা

সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের গুলশানের বাসভবন এবং প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বারিধারার বাসভবনে চলছে দফায় দফায় বৈঠক। রওশনের সঙ্গে বৈঠক করেছেন যারা মন্ত্রিত্ব পেয়েছেন এবং যারা সরকারে সুযোগ পেতে চান। আর মনোনয়ন প্রত্যাহার করা নেতারা পার্টির চেয়ারম্যান এরশাদের সঙ্গে তার বাসায় দেখা করেছেন। ভিড় করেছেন প্রেসিডেন্ট পার্কের সামনে। তাদের বিষয়ে পার্টির চেয়ারম্যান কি ভাবছেন এটা জানতে চেয়েছেন তারা।

এরশাদের বাসায় বঞ্চিতদের ভিড় : এক মাস সিএমএইচে 'আটক' থাকার পর রবিবার প্রেসিডেন্ট পার্কের বাসভবনে ফিরলে তাকে দেখতে যান দশম সংসদের একজন সংসদ সদস্য। তবে এরশাদের নির্দেশে যারা মনোনয়ন প্রত্যাহার করেছেন এমন অনেকেই দেখা করেছেন সাবেক এ রাষ্ট্রপতির সঙ্গে। জানা গেছে, রবিবার সন্ধ্যায় বাসায় ফেরার পর ভাই জি এম কাদেরসহ দলের তিন নেতা এরশাদের সঙ্গে দেখা করেছেন। রাতে প্রেসিডেন্ট পার্কে যান এরশাদের ছোট ভাই ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের। তিনি এরশাদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

এরশাদও জি এম কাদেরের কাছ থেকে দলের খবর জানতে চান। এ সময় জি এম কাদের দীর্ঘ এক মাস নির্বাচনসহ দলের নেতাদের ভূমিকা ও কার্যকলাপ সম্পর্কে অবহিত করেন। রাত ১১টায় জি এম কাদের প্রেসিডেন্ট পার্ক থেকে বের হন। গতকাল সকালে ঘুম থেকে উঠে নিচে নেমে ব্যক্তিগত কিছু কাজ সেরে আবার ওপরে উঠে যান এরশাদ। কিন্তু বেলা পার হয়ে গেলেও কোনো নেতা তার সঙ্গে দেখা করতে যাননি।

দুপুরে প্রেসিডেন্ট পার্কে যান পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সোহেল রানা, অধ্যাপক দেলোয়ার হোসেন খান ও সদ্য নির্বাচিত সংসদ সদস্য সালমা ইসলাম। এরশাদ তাদের সঙ্গে কিছু সময় কথা বলেন। খোঁজখবর নেন দলের নেতাদের। এ সময় সরকারের 'আচরণের' সমালোচনা করে ক্ষোভও প্রকাশ করেন তিনি। সূত্র জানায়, বাসায় ফেরার পর থেকে এরশাদ অনেকটা চুপচাপ হয়ে আছেন।

কথা কম বলছেন। সাক্ষাৎকালে একজন নেতা প্রেসিডিয়াম সদস্য জি এম কাদেরকে মন্ত্রিত্ব বঞ্চিত করার প্রসঙ্গ আনলে এরশাদ ক্ষুব্ধ হয়ে বলেন, মন্ত্রীদের নাম আমার সামনে বলবে না। আমি এদের নাম শুনতে চাই না। এ সময় হাসপাতালে আটকে রাখার কথাও বলেন এরশাদ।

অধ্যাপক দেলোয়ার হোসেন খান এরশাদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের জানান, হুসেইন মুহম্মদ এরশাদ সুস্থ আছেন।

তিনি সবার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেছেন। সালমা ইসলাম বলেন, স্যার বলেছেন, কে বলেছে আমি অসুস্থ? আমি তো সুস্থ ছিলাম। প্রেসিডিয়াম সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মাসুদ পারভেজ সোহেল রানা বলেন, এরশাদ আটক অবস্থায় ছিলেন। খালেদা জিয়াকে যেভাবে গৃহবন্দী করে রাখা হয়েছে, একইভাবে এরশাদকেও হাসপাতালে নজরবন্দী করে রাখা হয়েছিল।

তিন মন্ত্রী রওশনের বাসায় : এদিকে, পানিসম্পদ মন্ত্রী ও পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ও পার্টির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা গতকাল সকালে রওশনের বাসভবনে যান।

তারা বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎ শেষে তার দোয়া নিয়ে নিজ নিজ মন্ত্রণালয়ে যান। এ ছাড়া পার্টির বেশ কয়েকজন সংসদ সদস্য পরবর্তীতে মন্ত্রী হওয়ার জন্য রওশন এরশাদের বাসায় লবিং করতে যান। এ ছাড়াও হুসেইন মুহম্মদ এরশাদের বাইরে গিয়ে নবগঠিত কাজী জাফর আহমদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির মহাসচিব গোলাম মসিহ রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎ করতে যান। তবে গোলাম মসিহ রওশন এরশাদের সঙ্গে দেখা করতে যাওয়ায় রওশনের বাসভবনে থাকা নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

এরশাদের মুখপাত্র জি এম কাদের ও হাওলাদার : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তার দলীয় মুখপাত্র হিসেবে পার্টির প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের এবং মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে দায়িত্ব প্রদান করেছেন।

এর আগে দলীয় মুখপাত্র ছিলেন প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ। গতকাল জাপা চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারির মাধ্যমে এক সাংগঠনিক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এখন থেকে জাতীয় পার্টির চেয়ারম্যানের সব নির্দেশনা এবং দলীয় সিদ্ধান্তের কথা তার পক্ষে উলি্লখিত দুই নেতার মাধ্যমে প্রচার বা প্রকাশিত হবে। অন্য কেউ পার্টির চেয়ারম্যান বা দলীয় মুখপাত্র হিসেবে পরিচয় দিয়ে পার্টির পক্ষে নীতিনির্ধারণী বিবৃতি বা বক্তব্য প্রদান করতে পারবেন না। এটা পার্টি এবং সংসদীয় দল উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে বলে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর এরশাদকে বাসা থেকে তুলে সিএমএইচে নিয়ে যায় র্যাব। যদিও তিনি অসুস্থ কি-না তা নিয়ে কারও কাছ থেকে স্পষ্ট হওয়া যায়নি। অবশ্য এমপি হিসেবে শপথ নিতে শনিবার সিএমএইচ থেকে সংসদে স্পিকারের কক্ষে যান এরশাদ। পরে আবার সিএমএইচে ফিরে যান তিনি। রবিবার মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিয়ে সরাসরি বারিধারায় প্রেসিডেন্ট পার্কের বাসায় যান সাবেক এই রাষ্ট্রপতি।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.