এক মাসের ব্যবধানে আবারও অচল হতে যাচ্ছে দেশের একমাত্র আবাসিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেনের পদত্যাগের এক দফা দাবিতে আবারও কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষকদের একাংশ। নির্ধারিত সময়ের মধ্যে গঠিত তদন্ত কমিটি কোনো প্রতিবেদন প্রকাশ না করায় উপাচার্যের পদত্যাগ চেয়ে ফের এ হুমকি দিল শিক্ষকদের একাংশ।
জানা যায়, গত ১৯ জুন থেকে বিভিন্ন অভিযোগে উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনকে অপসারণের দাবিতে আন্দোলন করেন শিক্ষকরা। গত ২১ আগস্ট থেকে উপাচার্যকে তার নিজ কার্যালয়ে টানা ৮৪ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন তারা। পরে তদন্তের মাধ্যমে বিষয়টি সমাধানে শিক্ষামন্ত্রীর আশ্বাসে উপাচার্যকে অবরোধমুক্ত করেন আন্দোলনকারী শিক্ষকরা। আর তদন্ত কমিটিতে তাদের প্রতিবেদন দাখিল করতে শিক্ষা মন্ত্রণালয় ১৫ দিনের সময় দেয়। গত ২৪ সেপ্টেম্বর নির্ধারত সময় পার হলেও তদন্ত কমিটি কোনো প্রতিবেদন প্রকাশ না করায় পর দিন ২৫ সেপ্টেম্বর সকালে সাধারণ শিক্ষক ফোরামের বৈঠক বসে। দেড় শতাধিক শিক্ষকের অংশগ্রহণে এক সভা হয়। সভা শেষে দুপুর আড়াইটায় এক সংবাদ সম্মেলনে সাধারণ শিক্ষক ফোরামের সদস্য সচিব অধ্যাপক কামরুল আহছান উপাচার্য পদত্যাগের আলটিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আজ থেকে বিশ্ববিদ্যালয়ে সর্বাত্দক কর্মবিরতি পালন, ক্লাস ও ঘোষিত পরীক্ষা বর্জন, ৩০ সেপ্টেম্বরের মধ্যে উপাচার্য পদত্যাগ না করলে ১ অক্টোবর থেকে আরও কঠোর কর্মসূচি। সাধারণ শিক্ষক ফোরামের আহ্বায়ক অধ্যাপক হানিফ আলী বলেন, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আমরা আন্দোলন স্থগিত করেছিলাম, কিন্তু এই সময়ের মধ্যে তদন্ত কমিটি উপাচার্যের বিরুদ্ধে আনা কোনো অভিযোগের তদন্ত করেনি। তাই আমরা আমাদের স্বাভাবিক কর্মসূচিতে ফিরে এসেছি। এদিকে শিক্ষকদের এমন কর্মসূচিতে শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন সাধারণ শিক্ষার্থীরা। অন্যদিকে বৃহস্পতিবার ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভায় আন্দোলনকারী ৪টি অনুষদের ডিনের অনুপস্থিতির কারণে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে আসন্ন ভর্তি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।