ইউপি উপনির্বাচন নিয়ে সহিংসতায় আহত পার্বতীপুরের বেলাইচণ্ডি ইউপির কৈপুলকী গ্রামের আবু সুফিয়ান শনিবার রাতে মারা গেছেন। এ ঘটনায় নবনির্বাচিত চেয়ারম্যানকে দায়ী করে তার বিচার দাবিতে গতকাল লাশ নিয়ে বিক্ষোভ করেছে স্বজন ও এলাকাবাসী। এ সময় তারা পার্বতীপুর-সৈয়দপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলে লাশ দিনাজপুর মর্গে পাঠানো হয়। পুুলিশ জানায়, বেলাইচণ্ডি ইউপি চেয়ারম্যান পদে উপনির্বাচনে সহিংসতাকে কেন্দ্র করে নবনির্বাচিত চেয়ারম্যান স্থানীয় আওয়ামী লীগ নেতা নুর মোহাম্মদ রাজা ৩০ জুলাই রাতে আবু সুফিয়ানকে মারধর করেন। পরদিন গুরুতর অবস্থায় তাকে স্থানীয় হলদীবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শনিবার তাকে রংপুর মেডিকেলে পাঠানো হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।