রাজনৈতিক অস্থিরতা, হরতাল-অবরোধে ধান-চালসহ সব পণ্য পরিবহন বন্ধ থাকার প্রতিবাদ এবং ৬ দফা আদায়ে নওগাঁয় মানববন্ধন করেছে জেলা চাল কল মালিক গ্রুপ। শহরের তাজের মোড় থেকে বাটার মোড় পর্যন্ত ১ কিলোমিটার সড়কে গতকাল শত শত মিল মালিক এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন থেকে সরকারের প্রতি ১০ দিনের আলটিমেটাম দেন তারা। বক্তারা বলেন, আগামী ১০ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে এবং চাল কলগুলো শিল্পের স্বীকৃতি, ক্ষতিগ্রস্ত কলের ব্যাংক ঋণ মওকুফ, ধান-চাল সরবরাহ হরতাল-অবরোধের আওতামুক্ত রাখা, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করাসহ তাদের ৬ দফা মানা না হলে নওগাঁ থেকে ধান-চালসহ সব পণ্য পরিবহন বন্ধ করে দেওয়া হবে। মানববন্ধন শেষে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।