আমাদের কথা খুঁজে নিন

   

সরকার গঠনের প্রস্তুতি আওয়ামী লীগের

১৫ জানুয়ারির মধ্যেই নতুন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। এ ব্যাপারে আইনগত দিকও খতিয়ে দেখা হচ্ছে। আগামী সপ্তাহে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের পর পরই নতুন সরকার গঠন করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে। অন্যদিকে মন্ত্রিপরিষদ বিভাগও এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা। তবে আইন বিশেজ্ঞরা বলছেন, ২৪ জানুয়ারির আগে সরকার গঠন করা যাবে না। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে সরকারকে ২৪ জানুয়ারি বর্তমান সংসদের মেয়াদকাল শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। অন্যদিকে, একাধিক সাবেক আমলা মনে করেন, গেজেট প্রকাশ হলেই নতুন সংসদ ও সরকার শপথ নিতে পারবে। অবশ্য আওয়ামী লীগের উচ্চপর্যায়ের নেতারা চাচ্ছেন ১৫ জানুয়ারির মধ্যেই নতুন সরকারের গঠন প্রক্রিয়া সম্পন্ন করতে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের গেজেট আগামী সপ্তাহেই প্রকাশ করা হবে। এ জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা পর্যায় থেকে রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে ফলাফলের মূল কপি হাতে পাওয়ার জন্য কমিশন অপেক্ষা করছে। অবশ্য নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ সাদিক জানিয়েছেন, 'যত দ্রুত সম্ভব আমরা গেজেট প্রকাশ করব। আগামী সপ্তাহেই গেজেট প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছে।' জানা গেছে, দ্রুততম সময়ের মধ্যে নতুন সরকার গঠনের জন্য আওয়ামী লীগের ভেতর থেকে চাপ আছে। দলীয় নেতারা মনে করেন, এখন আর সময় নষ্ট না করে নতুন সরকারের শপথ নেওয়া জরুরি। তবে সাংবিধানিক কিছু বাধ্যবাধকতার কারণে ২৪ জানুয়ারির আগেই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেওয়ার কোনো সুযোগ নেই বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। আবার সরকারের একাধিক সাবেক আমলা মনে করেন, সংসদ ভেঙে দেওয়ার সুযোগ সংবিধানে আছে। যেহেতু নতুন সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে গেছেন, সেখানে পুরনো সংসদ ভেঙে দিতে কোনো বাধা থাকার কথা নয় বলেও মনে করেন সাবেক এক আমলা। মন্ত্রিপরিষদের সাবেক সচিব আলী ইমাম মজুমদার মনে করেন, ২৪ জানুয়ারির আগে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ নিতে এবং নতুন সরকার গঠনে কোনো সমস্যা নেই। আগের সংসদ ভেঙে দেওয়ার সুযোগ আছে। এ ব্যাপারে স্বাভাবিকভাবেই সংবিধানে সংসদ ভেঙে দেওয়ার বিধান থাকার কথা। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সুপারিশে যদি রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন তাহলে কোনো জটিলতা সৃষ্টি হবে না। আর সংসদ ভেঙে দিলে নতুন সংসদ সদস্যরা শপথও নিতে পারবেন। তখন সরকার গঠনের ক্ষেত্রে সমস্যা হবে না। এ বিষয়ে আইনি ব্যাখ্যা জানতে চাইলে আইনজীবী শ ম রেজাউল করিম বলেন, মেয়াদ শেষ হওয়ার আগে নতুন সরকার শপথ নিতে পারবে না। তবে মানসিক প্রস্তুতি নিতে পারবে, হোমওয়ার্ক করতে পারবে। ২৪ জানুয়ারির আগে সংসদ ভেঙে দেওয়া যাবে না। সাংবিধানিক বাধা রয়েছে। আরেক আইনজীবী আবদুল বাসেত মজুমদার বলেন, এ সরকারের মেয়াদ ২৪ জানুয়ারি পর্যন্ত। এ সময়ের মধ্যে সরকার গঠন করতে হলে সংসদ ভেঙে দিতে হবে। অন্যথায় নতুন সরকার গঠন করা যাবে না। আইনজীবী তুহিন মালিক বলেন, সংবিধানের ১২৩ (৩) ক) অনুচ্ছেদ অনুযায়ী মেয়াদ পূর্তির ৯০ দিন আগে নির্বাচন করতে হবে। সরকার সে অনুযায়ী নির্বাচন করেছে। কিন্তু সরকারের মেয়াদ পূর্ণ হবে ২৪ জানুয়ারি। এ সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ সময়ের মধ্যে শপথ নিতে পারবে। কিন্তু সংসদ বসতে পারবে না। তাহলে একসঙ্গে দুজন এমপি হবে। তাই ২৪ জানুয়ারি পর্যন্ত নতুন এমপিদের অপেক্ষা করতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.