প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
অন্তর্গত সৌন্দর্যে অনার্য মেয়ে তুমি অমরার সুধা মেখে মুখে তুলে দিয়েছিলে পুলক
[শাফিক আফতাব]......
কফি হাউজের আবছা আলোর ভিতর তোমাকে একদিন কেমন পেলব দেখাচ্ছিলো
নরম বাজনার ভিতর কৃত্র্রিম ঝর্ণার জলে গড়ে গড়ে পড়ছিলো সাদা পাথরের পর
তোমার চোখের থেকে অজস্র নীলফড়িং ফুটছিলো
তুমি আমি ফুটছিলাম__নীল লাল আর নরম আলোর ভিতর।
অন্তর্গত সৌন্দর্যে অনার্য মেয়ে তুমি অমরার সুধা মেখে মুখে তুলে দিয়েছিলে পুলক
অমনি ফুল হয়ে ফুটছিলো তোমার নাকের নোলক
কামিজের ভাঁজে ভাঁজে, ব্রার ছাতায় মধু আবেশের আহা কী অনুপম আনন্দ
মুখের বুলিগুলি অবিকল গীতিকবিতা হতো__আপনাই মিলে যেতো ছন্দ।
হাতের মুঠোয় ফুটতো কামনার সুবাসিত ফুল
বুকের গহীনে দহনের উত্তাপগুলো অবিকল স্বর্গলোকের দুয়ারে নিয়ে যেতো আমাদের
কৃত্রিম ঝর্নার ব্যঞ্জনায় দুলে উঠতো তোমার কানের দুল
আমাদের হৃদয়ে প্রেম ভেসেছিলো ঢের।
কফি হাউজের ভিতর একদিন নরম আলোর গভীরে ডুবে পেয়েছি প্রেম
তুমি আজ কতদূর ?__আমিও নেই__পড়ে আছে আমাদের কামনার কঙ্কাল__ফ্রেম !!
১৮.১২.২০১৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।