আমাদের কথা খুঁজে নিন

   

অস্থির থাইল্যান্ডে শান্তি আলোচনা অনিশ্চি

থাইল্যান্ডে চলছে রাজনৈতিক অস্থিরতা। রাজপথে সরকারবিরোধী আন্দোলন। এ অবস্থায় দেশটির দক্ষিণাঞ্চলে গত দুই দশক ধরে চলা সহিংসতা বন্ধে যে শান্তি আলোচনা শুরু হয়েছিল তা অনেকটাই ঝিমিয়ে পড়েছে। ফলে সংকট সমাধানে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

দক্ষিণাঞ্চলের সহিংসতার মূল কারণ জাতিগত মালয় মুসলিমদের প্রতি অবজ্ঞা এবং স্থানীয় ভাষা, ধর্ম ও প্রথাকে যথাযথ শ্রদ্ধা না দেখানো। গত দুই দশক ধরে চলা মুসলিম নিয়ন্ত্রিত দক্ষিণাঞ্চলের সহিংসতায় ৫ হাজার ৯০০ জনের বেশি লোক প্রাণ হারিয়েছে। কিন্তু দীর্ঘদিনের এ সহিংসতা ও অস্থিরতা ব্যাংককের মূল কেন্দ্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও তেমন কোনো গুরুত্ব পায়নি। আজ ৪ জানুয়ারি সেনা অস্ত্রভাণ্ডারে বিদ্রোহীদের বড় ধরনের অভিযানের দশম বার্ষিকী। ২০০৪ সালের এ দিনে বিদ্রোহীরা এ অভিযান চালায়। সে থেকে সহিংসতার শুরু হিসাব করা হয়। কিন্তু ওই অঞ্চলের সংঘর্ষের শুরু মূলত '৭০-এর শেষ '৮০-এর দশকের প্রথম দিকে। দেশটির দক্ষিণাঞ্চলের পাত্তানি, ইয়ালা ও নাথারিওয়াটে থেকেই মুসলিম ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ, সহিংসতা অব্যাহত রয়েছে। গত বছর ওই এলাকায় সহিংসতা বন্ধের লক্ষ্যে দফায় দফায় শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। ফলে সবার মাঝে এক ধরনের আশা জাগে শীঘ্রই সমস্যার রাজনৈতিক সমাধান হচ্ছে। শান্তি আলোচনাকালে বারিসান রিভুলুসি ন্যাশনাল (বিআরএন) ৫ দফার প্রস্তাব দেয়। তারা বর্তমানে সরকারের কাছ থেকে এসব প্রস্তাবের উত্তর আশা করছে এবং একই সঙ্গে সহিংসতা অব্যাহত রেখেছে। এদিকে থাই রাজধানীতে সরকার বিরোধী আন্দোলনের কারণে দক্ষিণাঞ্চলের এ শান্তি আলোচনা আপাতত স্থগিত রয়েছে। এএফপি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.