আমাদের কথা খুঁজে নিন

   

বরিশালে পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি

বরিশালে পুলিশের এক অবসরপ্রাপ্ত কর্মকর্তার বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতরা নগদ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতের হামলায় তিনজন আহত হয়েছেন।হামলায় আহত ওমর ফারুক জানান, রবিবার গভীর রাতে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের নমশূদ্রপাড়ায় অবসরপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর আবদুল খালেকের বাড়ির কলাপসিবল গেট ও দরজা ভেঙে ১২-১৪ জনের মুখোশধারী ডাকাত দল ভেতরে ঢুকে ধারাল অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। পরিবারের সদস্যরা ডাকচিৎকার দিলে ডাকাতরা ওমর ফারুক, তার স্ত্রী মনছুরা আক্তার ও ভাই রাকিব হোসেনকে বেধড়ক মারধর করে।

ডাকাতরা ৭ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১ লাখ টাকা, ৪টি মোবাইল ফোনসেট ও একটি ল্যাপটপসহ প্রায় ৫ লাখ টাকার মাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করলেও জড়িত কাউকে আটক করতে পারেনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.