পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ পিছিয়ে পড়েছে শ্রীলঙ্কা। আজকের ম্যাচটি হারলেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে। তাই সিরিজের চতুর্থ ম্যাচটিকে তাই ঘুরে দাঁড়ানোর মিশন হিসেবে ধরে নিয়েছে লঙ্কানরা। প্রথম ম্যাচে ম্যাথুজরা পাকিস্তানের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায়। তৃতীয় ম্যাচে অবশ্য পাকিস্তানের সামনে দাঁড়াতেই পারেনি লঙ্কানরা। ১১৩ রানে বিশাল ব্যবধানে হেরেছে ম্যাথুজের দল। বোলারদের পাশাপাশি ব্যর্থ লঙ্কান ব্যাটসম্যানরাও। তবে এই ম্যাচকে 'ডু অর ডাই' হিসেবেই ধরে নিয়েছেন ম্যাথুজ। তিনি বলেন, 'দ্বিতীয় ম্যাচে আমার পরিকল্পনায় বেশ কিছু ভুল ছিল। আশা করি এ ম্যাচে তা কাটিয়ে উঠতে পারব। তাছাড়া ভালো খেলার বিকল্প নেই। দলের সবাই প্রস্তুত। যেহেতু হারলেই সিরিজ হাত ছাড়া হয়ে যাবে তাই সবাইকে নিজের সেরাটা উজাড় করে দিতে হবে। আমার বিশ্বাস, সিরিজে সমতা আনতে পারব।'
এদিকে পাকিস্তানের সামনে সিরিজ জয়ের হাতছানি। শেষ দুই ম্যাচের মধ্যে একটি জয় পেলেই হবে। তবে আজই জয় চান মিসবাহ্-উল-হক। তিনি বলেন, 'আমাদের খেলোয়াড়রা সবাই ফর্মেই রয়েছেন। তবে দারুণ খেলছেন মোহাম্মদ হাফিজ। তিন ম্যাচে দুটি সেঞ্চুরি করেছেন। আশা করছি এ ম্যাচেও ক্রিকেটাররা তাদের স্বাভাবিক পারফরম্যান্স প্রদর্শন করবেন।' ওয়ানডে সিরিজ শেষ না হতেই কাল শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ স্বেচ্ছায় নিজেকে সরিয়ে নেওয়া ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে দলে ফিরেছেন। দলে সুযোগ পেয়েছেন স্পিনার রঙ্গনা হেরাথও। দলে একমাত্র নতুন মুখ বাম হাতি পেসার ২২ বছর বয়সী বিশ্ব ফার্নান্দো। প্রথম শ্রেণীর ক্রিকেটে দাপুটে পারফরম্যান্সের জন্য তিনি দলে জায়গা পেয়েছেন। ১৫ ম্যাচে তার উইকেট সংখ্যা ৩৭। অলরাউন্ডার দিলরুবান পেরেরাও দলে সুযোগ পেয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।