গত বছরের শেষ দুই মাস দেশের জীবনযাত্রা পার হয়েছে অবরোধে। ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন সামনে রেখে আজ থেকে বিরোধী দলের আহ্বানে আবারও শুরু হয়েছে টানা অবরোধ। আবারও রাজনৈতিক অস্থিরতায় বন্দী জনজীবন। শঙ্কিত ক্রিকেটপ্রেমীরা। তার মাঝেই ক্রিকেটপ্রেমীদের আশ্বস্ত করার রাস্তা খুঁজে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৪ জানুয়ারি দুই টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। দেশের এমন অস্থিতিশীল রাজনৈতিক কারণে অনেকেই মনে করছেন, সফর নাও করতে পারে শ্রীলঙ্কা। কিন্তু সফর নিয়ে শঙ্কার কোনো কারণ খুঁজে পায়নি বিসিবি। গতকাল শ্রীলঙ্কান হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর আত্দবিশ্বাসী হয়ে উঠেছে বিসিবি। শ্রীলঙ্কান হাইকমিশনার আশ্বাস দিয়েছেন, বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা।
গতকাল সকালে বিসিবি পরিচালক মাহবুব আনাম ও বিসিবির ভারপ্রাপ্ত সিইও নিজামুদ্দিন সুজন দেখা করেন শ্রীলঙ্কান হাইকমিশনারের সঙ্গে। দেখা করার বিষয়ে বিসিবি সিইও বলেন, 'শ্রীলঙ্কান হাইকমিশনারের সঙ্গে আমরা সৌজন্য আলাপ করেছি। আলোচনায় তিনি আমাদের জানিয়েছেন, যদি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড আমার কাছে জানতে চায়, তাহলে আমি পজেটিভ বলব।' বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ও পরিচালক জালাল ইউনুস বলেন, 'বাংলাদেশ সফরে আসার জন্য শ্রীলঙ্কা পজেটিভ।'
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।