আমাদের কথা খুঁজে নিন

   

আবারও অবরোধ দুর্ভোগ

আবারও অবরোধ আবারও দুর্ভোগের শিকার দেশের মানুষ। বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে, এ অবরোধ চলবে তাদের দাবি না মানা পর্যন্ত। নতুন করে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবিরাম রাজপথ, রেলপথ ও সড়কপথ অবরোধের ডাক দেওয়া হয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের পক্ষ থেকে। বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে ঘোষিত এ কর্মসূচির পাশাপাশি আজ সারা দেশে জেলা-উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশও পালিত হচ্ছে। বিরোধী দলের অবরোধ কর্মসূচির মাধ্যমে অবশ্য গত সোমবার পর্যন্ত চলা সরকার বা সরকারি দলের টানা চার দিনের অলিখিত অবরোধের অবসান হলো। ১৮ দলীয় জোটের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচির মোকাবিলায় সরকার বা সরকারি দলের ইশারায় ২৭ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত রাজধানী ঢাকা ছিল সারা দেশে থেকে বিচ্ছিন্ন। একটি মশাকেও ঢাকায় আসতে দেওয়া হবে না এমন ঘোষণাই দিয়েছিলেন সরকারি দলের নেতারা। এ ঘোষণার বাস্তবায়নে তাদের কোনো কার্পণ্যও ছিল না। যে কারণে চার দিন বিমানপথ ছাড়া অন্যসব পথে রাজধানীর সঙ্গে সারা দেশের যোগাযোগ ছিল বিচ্ছিন্ন। এ যাবৎ কোনো হরতাল-অবরোধে ট্রেন চলাচল খুব একটা ব্যাহত না হলেও এবার ছিল ব্যতিক্রম। ঢাকাগামী প্রতিটি ট্রেনকে মাঝপথে ফিরিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে যাত্রাস্থলের দিকে। সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় হাজার হাজার মানুষকে অসহনীয় ভোগান্তির মুখে পড়তে হয়। উৎপাদন স্থলে নষ্ট হয় কয়েকশ কোটি টাকার সবজি ও পচনশীল পণ্য। অন্যদিকে রাজধানীতে প্রতিটি সবজির দাম কয়েকগুণ পর্যন্ত বেড়ে যায়। নতুন বছরের শুরুতেই বিরোধী দলের অবরোধ কর্মসূচি দেশবাসীর মনোজগতে বিরূপ প্রতিক্রিয়া ফেলতে বাধ্য। পুরনো বছরের হতাশা কাটিয়ে উঠে যারা নতুন বছরকে অনেক আশা নিয়ে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হয়েছিলেন, বছরের শুরুতেই সাংঘর্ষিক কর্মসূচি তাদের হতাশ করেছে। বিরোধী দল যুক্তি দেখাচ্ছে একতরফাভাবে সরকারের দশম সংসদ নির্বাচন অনুষ্ঠানের জেদ তাদের এই কড়া পদক্ষেপ নিতে বাধ্য করেছে। বিরোধী দলের এ বক্তব্য প্রাসঙ্গিকতার দাবিদার। আমরা আশা করব সংঘাত থেকে সরে যাওয়ার যে সুযোগ এখনো বিদ্যমান, সরকার তা কাজে লাগানোর সব চেষ্টা করবে। বিরোধী দলের কর্মসূচি প্রত্যাহারের স্বার্থে নির্বাচন স্থগিত করে সংলাপে বসার বিষয়েও ভেবে দেখা উচিত। উভয় পক্ষকে বুঝতে হবে যে সংঘাতে ১৬ কোটি মানুষের এই মহান জাতি বিপন্ন বোধ করছে তা জিইয়ে রাখা মোটেও শুভবুদ্ধির পরিচয় নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.