আমাদের কথা খুঁজে নিন

   

চলতি অধিবেশনেই প্রধান দুই দলের 'মতপার্থক্

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিরোধী দলকে বর্তমান সংসদের শেষ অধিবেশনে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, চলতি অধিবেশনেই প্রধান দুই রাজনৈতিক দলের 'মতপার্থক্য' দূর হতে পারে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের উদ্যোগে 'সার্ভিস ইনোভেশন ফান্ড' এর অনুদান প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার এ কথা বলেন। একসেস টু ইনফরমেশন প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন একটি প্রকল্প। নির্বাচন নিয়ে রাজনৈতিক সংকট নিরসনে আলোচনার জন্য দুই রাজনৈতিক দলকে স্পিকার আলোচনায় বসার আহ্বান জানাবেন কিনা জানতে চাইলে শিরীন শারমিন চৌধুরী বলেন, আমার আহ্বান সব সময় থাকবে। তারা চাইলে সংসদে যে কোনো আলোচনা করতে পারেন। অর্থ সচিব ফজলে কবিরের সভাপতিত্ব অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ডেন ডবি্লউ মোজেনা, ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর পলিন ট্যামেসিস এবং এটুআই প্রকল্পের পলিসি অ্যাডভাইজার আমির চৌধুরী।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.