সুগন্ধি চাল রপ্তানি উন্মুক্ত করতে বাণিজ্য মন্ত্রণালয়কে নানাভাবে চাপ দিচ্ছেন ব্যবসায়ীরা। রপ্তানির সঙ্গে জড়িত ব্যবসায়ীরা কয়েকদিন ধরে বাণিজ্য সচিব মাহবুব আহমেদ ও একাধিক অতিরিক্ত সচিবের সঙ্গে আলোচনা করছেন। গতকালও একটি কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক বাণিজ্য সচিবের সঙ্গে দেখা করতে আসলেও দেখা পাননি। প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়কে এ বিষয়ে চাপ দেওয়া হচ্ছে বলেও জানা গেছে। সূত্র জানায়, চাল রপ্তানির আড়ালে অর্থ পাচারের অভিযোগ থাকায় সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতা বেড়ে যাওয়ায় অভ্যন্তরীন উৎপাদনেও এর প্রভাব পড়েছে। ফলে চাল রপ্তানির অনুমোদন দিতে অনাগ্রহ দেখাচ্ছে সরকার। গত মাসে বালিতে বিশ্ব বাণিজ্য সংস্থার সম্মেলনে ভারতসহ কয়েকটি দেশ খাদ্য মজুদের ঘোষণা দেওয়ায় বাংলাদেশও ভাবছে চাল রপ্তানি বন্ধ রাখতে। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে সীমিত পরিসরে সুগন্ধি চাল রপ্তানির সুযোগ দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, গত বছর জুন-ডিসেম্বর ছয় মাসের জন্য সীমিত পরিসরে চাল রপ্তানির অনুমোদন দিয়েছিল সরকার। ফলে পুনরায় মেয়াদ বৃদ্ধির জন্য নানা রকম চেষ্টা চালাচ্ছেন ব্যবসায়ীরা। বাণিজ্য সচিব মাহবুব আহমেদ বলেন, এ বিষয়ে আপাতত ভাবা হচ্ছে না। নতুন সরকার আসার পর সিদ্ধান্ত নেওয়া হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।