আমাদের কথা খুঁজে নিন

   

লঞ্চ চলাচল বন্ধ

কাওড়াকান্দি-মাওয়া রুটে গতকাল পঞ্চম দিনের মতো লঞ্চ চলাচল বন্ধ ছিল। এতে দক্ষিণাঞ্চলের ২১ জেলার হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েন। অতিরিক্ত ভাড়া ও ঝুঁকি নিয়ে স্পিডবোট ও ট্রলারে পার হচ্ছেন যাত্রীরা। লঞ্চ চলাচল স্বাভাবিক হওয়ার ব্যাপারে কোনো পদক্ষেপও গ্রহণ করা হয়নি বলে জানা গেছে।

কাওড়াকান্দি লঞ্চঘাট সূত্র জানায়, মালিক পক্ষের রেষারেষির কারণে ভুগতে হচ্ছে সাধারণ যাত্রীদের। শাহ পরান লঞ্চটি সমিতির অন্তর্ভুক্ত না হয়ে চলাচল করায় মাওয়াপাড়ের লঞ্চ মালিক-শ্রমিকরা ওই লঞ্চটি এ রুটে চলতে দিচ্ছে না। ওই লঞ্চটি চলাচল নিয়েই মাওয়া ও কাওড়াকান্দি পাড়ের লঞ্চ মালিকদের দ্বন্দ্ব।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.