আমাদের কথা খুঁজে নিন

   

চার জেলার সঙ্গে নওগাঁর বাস চলাচল বন্ধ

নওগাঁ রুটে বাস চলাচলকে কেন্দ্র করে কোন্দলের জেরে বগুড়াসহ চার জেলার সঙ্গে নওগাঁর সরাসরি বাস চলাচল বন্ধ করে দিয়েছেন সড়ক পরিবহন ফেডারেশন রাজশাহী বিভাগীয় কমিটির নেতারা। পরিবহন শ্রমিক নেতাদের ডাকে গতকাল সকাল থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু হয়েছে। বগুড়া, জয়পুরহাট, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বাসগুলো নওগাঁর সব রুটে চলাচল বন্ধ রয়েছে। সড়ক পরিবহন ফেডারেশনের রাজশাহী বিভাগীয় সভাপতি আবদুল লতিফ মণ্ডল জানান, ধর্মঘটের কারণে প্রায় সাড়ে তিন শ বাস নওগাঁর কোনো রুটে প্রবেশ করছে না। নওগাঁর শ্রমিক নেতারা বাস চলাচলে বাধা দেওয়ার পরও বিষয়টির মীমাংসার চেষ্টা করা হয়েছে। সুরাহা না হওয়ায় ধর্মঘট পালন করছেন সাধারণ শ্রমিকরা।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.