আমাদের কথা খুঁজে নিন

   

জাতীয় চলচ্চিত্র দিবস পালন

হাতি-ঘোড়া আর বর্ণিল ছাতার শোভাযাত্রায় রীতিমতো মোগল আবহে চলচ্চিত্রকাররা মেতেছিল আনন্দ আয়োজনে। গতকাল ছিল জাতীয় চলচ্চিত্র দিবস। সকালে এফডিসিতে পায়রা আর বেলুন উড়িয়ে দিবসের সূচনা করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় তার সঙ্গে ছিলেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায় ও চলচ্চিত্রের সিনিয়র শিল্পী - নির্মাতারা। পরে বের হয় শোভাযাত্রা। এফডিসি এবং এর আশপাশের রাস্তায় শোভাযাত্রাটি প্রদক্ষিণ করে। এতে প্রবীণ-নবীন চলচ্চিত্রকার ছাড়াও চলচ্চিত্রপ্রেমীরা অংশ নেয়। এফডিসি প্রাঙ্গণে বসে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন স্টল। সঙ্গে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। চৈত্রের খরতাপ উপেক্ষা করে দিবসের বিনোদনে মেতে উঠে চলচ্চিত্রকারসহ সব পেশার, সব বয়সের মানুষ। বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে। মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি চলচ্চিত্র এবং চলচ্চিত্রবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন, টক শো, সেমিনার অনুষ্ঠিত হয়। রাতে হাতিরঝিলে আতশবাজি এবং ফানুস উড়িয়ে বর্ণিল চলচ্চিত্র দিবসের সমাপ্তি ঘোষণা করা হয়।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.