আজ থেকে মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে লোকসংগীত নিয়ে রিয়েলিটি শো 'ম্যাজিক বাউলিয়ানা'। প্রতি শুক্র ও শনিবার রাত ৯টায় প্রচার হবে লোকসংগীতের প্রতিযোগিতামূলক দেশের প্রথম এই অনুষ্ঠান। এতে মূল বিচারক হিসেবে আছেন কিরণ চন্দ্র রায়, তপন চৌধুরী ও কনক চাঁপা। দেশব্যাপী অডিশন শেষে ৬০ জনকে মনোনীত করা হয়। অডিশন রাউন্ডে বিচারক হিসেবে ছিলেন নাশিদ কামাল, মিল্টন খন্দকার ও আবু বকর সিদ্দিক। মূল প্রতিযোগিতার জন্য ৪০ জনকে মনোনীত করেন তারা। এই ৪০ জনকে নিয়ে শুরু হয় গ্রুমিং সেশন। পর্যায়ক্রমে বিভিন্ন রাউন্ডের প্রতিযোগিতার মধ্য দিয়ে ৪০ জন থেকে নির্বাচিত হবেন সেরা তিন জন। অনুষ্ঠানটি পরিচালনা করছেন হাসান আবিদুর রেজা জুয়েল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।