মেলবোর্ন টেস্টের প্রথম দুই দিন ছিল ইংল্যান্ডের আধিপত্য। কিন্তু তৃতীয় দিনেই চালকের আসনে বসেছে অস্ট্রেলিয়া। এক নাথান লায়নেই নাজেহাল হয়ে গেল ইংলিশ ব্যাটসম্যানরা। ৫১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৭৯ রানেই অলআউট ইংল্যান্ড। ২৩১ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে বিনা উইকেটে ৩০ রান করেছে অস্ট্রেলিয়া। অধিনায়ক অ্যালিস্টার কুক ও কেভিন পিটারসেন ছাড়া আর কোনো ব্যাটসম্যানই অসি বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। কুক ৫১ এবং ৪৯ রান করেছেন পিটারসেন। প্রথম ইনিংসেও সর্বোচ্চ রান কেপির। ইংল্যান্ডকে অলআউট করতে বড় ভূমিকা রেখেছে লায়নের ঘূর্ণি। ৫০ রানে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপের মেরুদণ্ডই ভেঙে দিয়েছেন তিনি। মিচেল জনসনও কম যান না। তিনিও নিয়েছেন তিন উইকেট। এ ছাড়া একটি রানআউটও করেছেন। দুই ইনিংস মিলে আট উইকেট নিয়েছেন তিনি। চলতি সিরিজের চার টেস্টে মোট ৩১ উইকেট শিকার করেছেন জনসন। পাঁচ ম্যাচের অ্যাশেজে ৩ টেস্ট জিতে ইতোমধ্যেই ট্রফি ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। এখন ক্লার্কদের লক্ষ্য ইংলিশদের হোয়াইটওয়াশ করা। সে টার্গেটেই এগিয়ে যাচ্ছে স্বাগতিকরা। তবে প্রথম দুই দিন লড়াইয়ের আভাস দিলেও তৃতীয় দিনে ব্যাকফুটে চলে গেছে ইংল্যান্ড।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।