আমাদের কথা খুঁজে নিন

   

ব্যবসায়ীকে মারধর করায় তিন সিআইডি পুলিশকে 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের মাঝুখান বাজার থেকে গতকাল তিন সিআইডি পুলিশকে জনতা আটক করে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করেছে। তারা হলেন এপিবিএন ৩ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল সজীব খান (৩৫), মফিজুর রহমান (৩২) ও সিআইডি ঢাকা হেড কোয়ার্টারের এমএলএসএস জামাল হোসেন (৩৪)। একটি মোবাইল ফোনসেট উদ্ধার করতে গিয়ে নাজেহাল হন তারা। মৌচাক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই তিনজন দুপুরে নিজেদের সিআইডির সদস্য পরিচয়ে একটি মোবাইল ফোনসেট উদ্ধার করতে গিয়ে মাঝুখান বাজারের এক ব্যবসায়ীকে মারধর করেন। সে সময় এলাকাবাসী তাদের আটক করে গণধোলাই দেয়। পরে খবর দিলে মৌচাক ফাঁড়ির পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে। আটক সজীব খান জানিয়েছেন, তিনি (কনস্টেবল নম্বর-৩৩৭৩) ডেপুটেশনে সিআইডি হেড কোয়ার্টারে, মফিজ (কনস্টেবল নম্বর-২৫৫৬) খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে কম্পিউটার অপারেটর হিসেবে এবং জামাল সিআইডি ঢাকা হেড কোয়ার্টারের এমএলএসএস হিসেবে কর্মরত আছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.