আমাদের কথা খুঁজে নিন

   

আজ থেকে ৪৮ ঘণ্টার হরতাল

দশম জাতীয় নির্বাচনের ফলাফল বাতিল এবং নেতা-কর্মী হত্যার প্রতিবাদে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যেই আজ সকাল ৬টা থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল। একই সঙ্গে প্রহসনের নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে তারা অবিলম্বে সরকারের পদত্যাগও দাবি করেছেন। সরকার পতনের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও জোটের পক্ষ থেকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক।

ভোট শেষ হওয়ার দুই ঘণ্টা পর গতকাল সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ওসমান ফারুক। তিনি বলেন, জনগণ একদলীয় নির্বাচন প্রত্যাখ্যান করেছে। সারা দেশে সর্বোচ্চ ৩ থেকে ৫ শতাংশ ভোট পড়েছে। তাই অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি সোমবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত সারা দেশে টানা ৪৮ ঘণ্টার হরতাল চলবে। তিনি দাবি করেন, ভোটের দিন যৌথবাহিনী ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলা ও গুলিতে ঠাকুরগাঁও, রংপুর, গাইবান্ধা, ফেনী, নীলফামারী, লক্ষ্মীপুর, চট্টগ্রামের লোহাগাড়া ও নওগাঁয় বিএনপি-জামায়াতের ২২ জনের অধিক নেতা-কর্মীকে নির্মমভাবে হত্যা ও শত শত নেতা-কর্মী আহত হয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা জনগণকে ভোটকেন্দ্রে যাওয়ার যে আহ্বান জানিয়েছিলেন, জনগণ তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। মানুষজন ভোটকেন্দ্রগুলোতে যায়নি, ভোটও পড়েনি। দেশের মানুষ এর মাধ্যমে সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করেছে। ভোটার উপস্থিতিকে নগণ্য উল্লেখ করে তিনি বলেন, 'গণমাধ্যমের তথ্যচিত্র এবং সারা দেশে আমরা খোঁজখবর নিয়ে দেখেছি, গড়ে তিন থেকে পাঁচ শতাংশের বেশি ভোটার যাননি। যদি এই ভোটের শতাংশের সরকার মনে করে জনগণ তাদের ম্যান্ডেট দিয়েছে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করবে। আমরা এ প্রহসনের নির্বাচনের ফলাফল মানি না। এ নির্বাচনের ফলাফল অবিলম্বে বাতিল করে সরকারকে পদত্যাগ করতে হবে। ভারতের এনডিটিভির সাংবাদিক প্রশ্ন করেন, নির্বাচন কমিশন বলেছে, ৬২ শতাংশ ভোট পড়েছে। এ ব্যাপারে আপনাদের প্রতিক্রিয়া কি? জবাবে সাবেক মন্ত্রী বলেন, 'বর্তমান প্রধান নির্বাচন কমিশন একটি পুতুল। ওই কমিশনের এই ফলাফল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আওয়ামী লীগ যা বলছে, তা-ই তারা করছে। এরকম একটি নির্বাচনের জন্য বশংবদ মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনের পদত্যাগ করা উচিত। ওসমান ফারুক বলেন, বিরোধী দলের ডাকে ভোট বর্জন করার মাধ্যমে জনগণ সরকারের বাকশালী আচরণের দাঁতভাঙা জবাব দিয়েছে। এ প্রহসনের নির্বাচন দেশের মানুষ প্রত্যাখ্যান করায় সরকার সম্পূর্ণভাবে অবৈধ হয়ে গেছে। প্রহসনের নির্বাচনের ফলাফলে নির্দলীয় সরকারের দাবির আন্দোলন আরও সুদৃঢ় হয়েছে। তিনি বলেন, 'আমরা সরকারকে বলে দিতে চাই, প্রহসনের নির্বাচনের ফলাফল বাতিল করে সংলাপে বসুন। আপনারা পদত্যাগ করে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিন। জাতিকে সংঘাত ও অনিশ্চয়তার অন্ধকার থেকে শান্তির পথে আসতে সহায়তা করুন। অন্যথায় ইতিহাস আপনাদের কোনো দিনই ক্ষমা করবে না।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.