ভারতে এবার পোল্যান্ডের এক নারী ধর্ষণের শিকার হয়েছেন। মেয়েকে নিয়ে মথুরা শহর থেকে রাজধানী দিলি্লগামী একটি ট্যাঙ্েিত ওঠার পর ধর্ষণের শিকার হন তিনি। পুলিশ গতকাল জানিয়েছে, ৩৩ বছর বয়সী ওই নারীকে ট্যাঙ্চিালক চেতনানাশক দ্রব্য খাইয়ে অচেতন করার পর এই অপকর্ম করে। ঘটনাটি গত বৃহস্পতিবার ঘটেছে। এই সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ। দিলি্ল পুলিশের মুখপাত্র রাজন ভঘাট জানান, ১৫০ কিলোমিটার দূরত্বের মধ্যবর্তী এক সময়ে ওই নারীকে চেতনানাশক প্রয়োগ করে তার ট্যাঙ্চিালক। তারপর ওই নারীকে নির্যাতন করে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় বলে জানিয়েছেন তিনি। পরবর্তীতে দিলি্লর একটি রেল স্টেশনের পাশে ওই নারীর চেতনা ফিরে আসে। এ সময় ওই মহিলার শিশুটি তার পাশে ছিল। চিকিৎসকের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, গাড়িতে বসে থাকা অবস্থায় স্প্রে দিয়ে ওই নারীকে অচেতন করে চালক। ইন্ডিয়ান এঙ্প্রেস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।