আমাদের কথা খুঁজে নিন

   

মাছরাঙায় বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট সিরি

আগামীকাল থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট সিরিজ। দুটি টেস্ট, দু'টি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচের এই সিরিজের সবগুলো খেলা সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। কাল প্রথম টেস্টে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রতিদিনের খেলা শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে। টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১২ ও ১৪ ফেব্রুয়ারি। দুটি ম্যাচই শুরু হবে বিকাল ৫টায়। আর প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ ফেব্রুয়ারি। ২০ ফেব্রুয়ারি দ্বিতীয় এবং ২২ ফেব্রুয়ারি তৃতীয় ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এই সিরিজের। ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে দুপুর ১ টা থেকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.