আমাদের কথা খুঁজে নিন

   

শাবির মেস খালি করার নির্দেশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) আশপাশের মেস ও ভাড়া বাসায় বসবাসকারী শিক্ষার্থীদের আগামী ৭ দিনের মধ্যে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশেই এ সিদ্ধান নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এদিকে হঠাৎ করেই এমন নির্দেশনায় বিপাকে পড়েছে এসব এলাকার কয়েক হাজার সাধারন শিক্ষার্থী। এবিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌসুল হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী ছাত্রমেসগুলো উচ্ছেদ করতে সরকার থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। কেননা ক্যাম্পাসে হামলা ও তান্ডব চালিয়ে সন্ত্রাসীরা ওইসব মেসে ঢুকে পড়ে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রি শেখর রায় জানান, সন্ত্রাসী ছাড়া সাধারন শিক্ষার্থীদেরকে যেন আটক না করা হয়, সেজন্য পুলিশ প্রশাসনকে বলা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.