লিওনেল মেসির রেকর্ড স্পর্শ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বুধবার রাতে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লড়াইয়ে গোল করে চ্যাম্পিয়ন্স লিগের এক আসরে সর্বোচ্চ গোলদাতা মেসিকে ছুঁয়ে ফেললেন ফিফা ব্যালন ডি অর জয়ী রিয়ালের পর্তুগালের স্ট্রাইকার রোনালদো। ২০১৩-১৪ মৌসুমে ইউরোপীয় মঞ্চে পর্তুগিজ তারকা নিজের ১৪তম গোলটি করলেন। ২০১১-১২ মৌসুমে ১১ ম্যাচে সমান গোল করেছিলেন বার্সার আর্জেন্টাইন স্ট্রাইকার মেসি। কিন্তু রোনালদো তাকে স্পর্শ করলেন আট ম্যাচ খেলে। অর্থাৎ নতুন রেকর্ড গড়তে হলে দুই তারকাকে ইউরোপের শীর্ষ ক্লাবের প্রতিযোগিতার আরও গোল করতে হবে। ম্যাচ যেহেতু আরও পড়ে আছে সে কারণে দুজনার নতুন রেকর্ড গড়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।