আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষমাহীন ধৃষ্টতা

আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড সম্পর্কে পাকিস্তান সরকারের প্রতিক্রিয়া বাংলাদেশের জনগণকে বিস্মিত না করলেও আহত করেছে। সন্দেহ নেই আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড বহির্বিশ্বে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। পশ্চিমা দুনিয়ার কোনো কোনো দেশ এবং মানবাধিকার সংগঠন নীতিগত অবস্থানের কারণে মৃত্যুদণ্ডাদেশের বিরোধিতা করেছে। কিন্তু সভ্য দুনিয়ার কোনো দেশ বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেনি। মুক্তিযুদ্ধকালে হানাদার পাকিস্তানি সৈন্যরা এ দেশের ৩০ লাখ মানুষকে হত্যা করে। তাদের নৃশংসতার মুখে এক কোটি মানুষ দেশত্যাগ করতে বাধ্য হয়। প্রায় তিন লাখ নারীর সম্ভ্রমহানির জন্য দায়ী পাকিস্তানি হানাদাররা। এ দেশের কিছু বিভীষণ তাদের চোখ ও কান হয়ে কাজ করেছে। বিশ্ব ইতিহাসের অন্যতম বর্বর হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিচারের মাধ্যমে বাংলাদেশ ইতিহাসের দায়মুক্তির চেষ্টা করছে। মুক্তিযুদ্ধের দীর্ঘ চার দশক পর একাত্তরের শীর্ষ ঘাতকদের বিচার শুরু হলেও অভিযুক্তদের ন্যায় বিচার নিশ্চিত করতে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তা প্রশংসার দাবিদার। ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (আদালত) আইনের অধীনে অনুষ্ঠিত বিচার প্রক্রিয়ায় বিবাদী পক্ষকে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে সর্বোচ্চ আদালতের রায় রিভিউ হওয়ার পর। আমাদের জানা মতে, দুনিয়ার যেসব দেশে এ ধরনের বিচার সম্পন্ন হয়েছে তার কোথাও বিবাদীপক্ষকে এতটা সুযোগ দেওয়া হয়নি। প্রহসনমূলক বিচারের জন্য পাকিস্তানের কোনো জুড়ি নেই। ওই দেশটির কিম্ভূতকিমাকার বিচার ব্যবস্থায় একজন সাবেক প্রধানমন্ত্রীকে ফাঁসি দেওয়া হয়েছিল। তাদের মুখে বাংলাদেশের বিচার ব্যবস্থার সমালোচনা চালনি হয়ে সুচের ছিদ্রান্বেষণের মতোই হাস্যকর। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীসহ কোনো কোনো রাজনীতিক কাদের মোল্লার মৃত্যুদণ্ডকে বিচারিক হত্যাকাণ্ড বলে ক্ষমাহীন ধৃষ্টতার পরিচয় দিয়েছেন। আমরা এ বক্তব্য শুধু ঘৃণাভরে প্রত্যাখ্যানই নয়, পাকিস্তান সরকারকে অর্বাচীন বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনার দাবি জানাই। আশার কথা, পাকিস্তানি আইন প্রণেতাদের একাংশ স্বীকার করেছেন, কাদের মোল্লার ফাঁসি হয়েছে কোনো আদর্শবাদ ধারণ বা প্রচারের জন্য নয়- হত্যা, ধর্ষণ ও লুণ্ঠনের জন্য। পাকিস্তান সরকার ও কোনো কোনো দলের অসহিংস কাদের মোল্লা 'আজীবন পাকিস্তানি' ছিলেন, সে সত্যটি তুলে ধরা হয়েছে। এ দেশে যে এখনো ভোল পাল্টানো পাকিস্তানিদের অস্তিত্ব রয়েছে, এটি তারই প্রমাণ। দেশপ্রেমী প্রতিটি মানুষকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.